রাউজানে অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, সন্দেহভাজন পলাতক

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
22 December 2025, 10:32 AM
UPDATED 22 December 2025, 16:48 PM

চট্টগ্রামের রাউজানে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহর কাজী এলাকার সন্দেহভাজন অপরাধী নুরুল আমিনের (৪০) বাড়িতে এ অভিযান চালায় পুলিশ। তার ডাকনাম কালু।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কালু পালিয়ে যেতে সক্ষম হয়।

ওসি সাজেদুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাড়ির সিলিংয়ের ওপর কৌশলে লুকিয়ে রাখা দুটি দেশীয় এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।'

তিনি জানান, নুরুল আমিন ওরফে কালু গত ১৮ নভেম্বর সংঘটিত এক সহিংস ঘটনার প্রধান আসামি। ওই ঘটনায় তিনি মোহাম্মদ জাহেদ নামের এক ব্যক্তিকে পায়ে গুলি করে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও বলেন, 'এ ঘটনায় অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র ও গুলি জব্দ করা হলেও অভিযুক্ত কালু এখনো পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।