আজ ফ্ল্যাশলাইট দিবস

রবিউল কমল
রবিউল কমল
21 December 2022, 03:04 AM

আমাদের খুব পরিচিত একটি অনুষঙ্গ ফ্ল্যাশলাইট! অন্ধকারে পথ চলতে বা কিছু খুঁজে পেতে সহায়তা করে এটি। অনেকে একে টর্চ বা টর্চলাইটও বলেন। মজার ব্যাপার হলো আজ ফ্ল্যাশলাইট দিবস। শুনতে কিছুটা অবাক লাগলেও আজ ২১ ডিসেম্বর ফ্ল্যাশলাইট দিবস।

যেহেতু আজ ফ্ল্যাশলাইট দিবস, তাই দিবসটি নিয়ে কিছু তথ্য জেনে নিন। মূলত উত্তর গোলার্ধে শীতকালকে স্বাগত জানিয়ে বছরের সবচেয়ে ছোট দিন ফ্ল্যাশলাইট দিবস পালিত হয়। এই দিনে সূর্য 'স্থির' থাকে। ফলে, কিছু অঞ্চলে কমবেশি মাত্র ৯ ঘণ্টা দিনের আলো থাকে। আরও উত্তরে আর্কটিক সার্কেলের মতো অঞ্চলগুলো একেবারেই আলো পায় না। তাই এদিন ফ্ল্যাশলাইট দিবস পালন করা হয়। তবে, ফ্ল্যাশলাইট দিবসের উৎস নিয়ে কোনো তথ্য জানা যায়নি।

ফ্ল্যাশলাইট মূলত পোর্টেবল ও ব্যাটারিচালিত আলোর উৎস। ১৮৯৯ সালের কাছাকাছি সময়ে ড্রাই সেল ও ছোট আকৃতির বাল্ব আবিষ্কারের পরপরই প্রথম ব্যাটারিচালিত ফ্ল্যাশলাইটের উদ্ভাবন হয়। ১৮৮৭ সালে প্রথম ড্রাই সেল ব্যাটারি আবিষ্কার হয়। ফলে, তরল ইলেক্ট্রোলাইটের পরিবর্তে ড্রাই সেল ব্যাটারিতে ইলেক্ট্রোলাইট পেস্ট ব্যবহার করা হয়। এটি প্রথম ব্যাটারি যা পোর্টেবল বৈদ্যুতিক ডিভাইসের জন্য উপযুক্ত এবং নিরাপদ ছিল। তবে, প্রথম ভর-উৎপাদিত ড্রাই সেল ব্যাটারিগুলোর উদ্ভাবন হয় ১৮৯৬ সালে।

১৯৩০-এর দশকে চীনে ফ্ল্যাশলাইট অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সেসময় প্রায় ৬০টি কোম্পানি চীনের মানুষের জন্য ফ্ল্যাশলাইট তৈরি করে। তবে, এটা ঠিক বর্তমানে স্মার্টফোনের কারণে ফ্ল্যাশলাইট আর সেভাবে ব্যবহার করা হয় না। কিন্তু, ডিজিটাল সংস্করণে তো আর আসল ফ্ল্যাশলাইটের অনুভূতি পাওয়া সম্ভব নয়।

ডে'জ অব দ্য ইয়ার অবলম্বনে