সংঘর্ষের ঘটনায় সিটি-ড্যাফোডিল ইউনিভার্সিটির পাল্টাপাল্টি মামলা
শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া।
তিনি বলেন, সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মীর আক্তার হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলায় এক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক হাজার জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দিন খান বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলায় ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলা দুটিতে এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলেও জানান ওসি।
গত রোববার দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে জড়ান। ভাঙচুর চলে সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসে। এ ছাড়া অগ্নিসংযোগ ও ভাঙচুর করা করা হয় সিটি ইউনিভার্সিটির বেশ কয়েকটি যানবাহন। সংঘর্ষে উভয় বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী আহত হন।