কানাডার সাসকাচুয়ানে ১৩ স্থানে ছুরিকাঘাতে নিহত ১০, আহত ১৫

By স্টার অনলাইন ডেস্ক
5 September 2022, 03:04 AM
UPDATED 6 September 2022, 11:37 AM

কানাডার মধ্যাঞ্চলীয় সাসকাচুয়ান প্রদেশের জেমস স্মিথ ক্রি নেশন ও এর পার্শ্ববর্তী ওয়েলডন শহরের ১৩ স্থানে ছুরিকাঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৫ জন।

গতকাল রোববার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার পুলিশ সন্দেহভাজন ২ ব্যক্তিকে খুঁজছে।

পুলিশ ইতোমধ্যে সন্দেহভাজন হিসেবে ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) ও মাইলেস স্যান্ডারসনের (৩০) নাম ও ছবি প্রকাশ করেছে। তবে বিস্তারিত কিছু বলেনি।

পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, সন্দেহভাজন ওই ২ ব্যক্তিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরে রেজিনা শহরে ঘুরতে দেখা গেছে।

রয়েল কানাডিয়ান মাউন্টেট পুলিশ অ্যাসিস্ট্যান্ট কমিশনার রনডা ব্ল্যাকমোর সংবাদ সম্মেলনে বলেন, 'আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।'

পুলিশের ধারণা, কয়েকজনকে আগে থেকেই নির্দিষ্ট করে ছুরিকাঘাত করা হয়েছে। বাকিদের এলোপাথাড়িভাবে আঘাত করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে এ ঘটনাকে আধুনিক কানাডার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টুইটারে বলেছেন, 'সাসকাচুয়ানে যে ঘটনা ঘটেছে তা ভয়ঙ্কর ও হৃদয়বিদারক।' তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।