যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী গভর্নর পাচ্ছে ম্যাসাচুসেটস

By স্টার অনলাইন ডেস্ক
9 November 2022, 06:18 AM
UPDATED 9 November 2022, 12:25 PM

যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন ঘটনা। দেশটির প্রথম সমকামী গভর্নর নির্বাচিত হতে যাচ্ছেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে।

আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস'র বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রথম সমকামী গভর্নর নির্বাচিত করে ম্যাসাচুসেটসের ভোটাররা ইতিহাস গড়তে যাচ্ছেন।

এতে আরও বলা হয়, ডেমোক্রেট প্রার্থী মাউরা হিলে (৫১) বিজয়ের দ্বারপ্রান্তে। তিনি রিপাবলিকান প্রার্থী জিওফ ডাইহলকে ব্যাপক ভোটে পরাজিত করতে যাচ্ছেন।

বর্তমানে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মাউরা হিলে গষমাধ্যমকে বলেছেন, রাজ্যের গভর্নর হিসেবে তিনি এলজিবিটি-বিরোধী আইনের বিরুদ্ধে লড়াই করবেন।