অস্ট্রেলিয়ায় শামীম-রিপনের নৈপুণ্যে ফাইনালে বাংলাদেশ এইচপি

By ক্রীড়া প্রতিবেদক
18 August 2024, 05:30 AM
UPDATED 18 August 2024, 11:57 AM

ফের ব্যর্থ হলো টপ অর্ডার। তবে শামীম হোসেনের ব্যাটে চড়ে পুঁজি মিলল লড়াইয়ের। এরপর রিপন মণ্ডল ও রকিবুল হাসান বল হাতে ধারাবাহিকতা দেখিয়ে বেঁধে ফেললেন প্রতিপক্ষকে। দুর্দান্ত জয়ে ফাইনালের টিকিট মিলল বাংলাদেশ এইচপি দলের।

রোববার অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিফাইনালে নর্দার্ন টেরিটরি (এনটি) স্ট্রাইককে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ এইচপি। ডারউইনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে তাদের করা ৬ উইকেটে ১৩৮ রানের জবাবে ৯ উইকেটে ১১৭ রানে থামে এনটি স্ট্রাইক।

আরও একবার দলের হাল ধরা শামীম খেলেন অপরাজিত ৪১ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে চারটি চার। ম্যাচসেরা ডানহাতি পেসার রিপন ৩৬ রানে শিকার করেন ৩ উইকেট। ২ উইকেট নিতে বাঁহাতি স্পিনার রাকিবুলের খরচা মাত্র ১৫ রান।

ব্যাটিংয়ের এক পর্যায়ে ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল এইচপি। সেই চাপ সামলে দলকে টানেন বাঁহাতি ব্যাটার শামীম। ষষ্ঠ উইকেটে মাহফুজুর রহমান রাব্বির সঙ্গে গড়েন ৩৯ বলে ৪৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। মাহফুজুর ২০ বলে করেন ২১ রান।

এর আগের অংশে ছিল কেবলই হতাশা। প্রথম ওভারেই সাজঘরের পথ ধরেন ওপেনার জিসান আলম। তিনে নেমে তানজিদ হাসান তামিম আভাস দিয়েও ইনিংস লম্বা করতে পারেননি। ১১ বলে ১৬ রানে আউট হন তিনি। পারভেজ হোসেন ইমন ১৭ রান করতে খেলে ফেলেন ২৩ বল। টানা ব্যর্থতায় বাদ পড়ে আবার একাদশে ঢোকা আফিফ হোসেনও আশা জাগিয়ে থামেন ১৬ বলে ২২ রানে।

জবাব দিতে নেমে ৪১ রানের উদ্বোধনী জুটি পায় এনটি। সপ্তম ওভারে ডার্সি শর্টকে ফিরিয়ে এইচপিকে সাফল্য এনে দেন আলিস আল ইসলাম। এরপর নিয়মিত বিরতিতে পড়তে থাকে উইকেট। তাই লক্ষ্যের কাছাকাছি যাওয়া হয়নি স্থানীয় দলটির। তাদের পক্ষে ২৯ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার জেক ওয়েদারাল্ড।

এদিনই মাঠে গড়াবে সিরিজের ফাইনাল। একই মাঠে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে এইচপির প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স। আরেক সেমিতে পাকিস্তান শাহিনসের ('এ' দল) বিপক্ষে  ৩০ রানে জিতেছে তারা।