অ্যাথলেটিক্স ট্র্যাকে ছুটলেন ক্রিকেটাররা, সবার আগে নাহিদ রানা

By ক্রীড়া প্রতিবেদক
10 August 2025, 05:32 AM
UPDATED 10 August 2025, 15:08 PM

ফিটনেস পরীক্ষার অংশ হিসেবে জাতীয় স্টেডিয়ামে (আগের বঙ্গবন্ধু স্টেডিয়ামে) আজ দিনের আলো ফুটতেই হাজির হলেন জাতীয় দলের পুলে থাকা ক্রিকেটাররা। সেখানকার অ্যাথলেটিক্স ট্র্যাকে হলো তাদের ফিটনেস যাচাই। যেই পরীক্ষায় সবার চেয়ে ভালো করেছেন তরুণ পেসার নাহিদ রানা। 

গত দুই বছর ধরেই অবশ্য অ্যাথলেটিক্স ট্র্যাকে ফিটনেস পরীক্ষার এই ধারা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  ব্যস্ত মৌসুমের আগে ক্রিকেটারদের ফিটনেস যাচাই করা হয় এভাবেই। 

Bangladesh cricket team
ছবি: ফিরোজ আহমেদ

সামনে আছে জাতীয় দলের ঠাসা সূচি। আসন্ন এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের পাশাপাশি টেস্ট পুলের ক্রিকেটাররাও ছিলেন এই পরীক্ষায়। তবে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, ব্যাটার তাওহিদ হৃদয় ব্যক্তিগত কারণে ছিলেন না। এছাড়া 'এ' দলের সফরে অস্ট্রেলিয়ায় যাওয়া ক্রিকেটাররাও এই ফিটনেশ সেশনে স্বাভাবিকভাবেই ছিলেন না।  আজ রোববার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ছিলো এই সেশন। তবে ক্রিকেটাররা স্টেডিয়ামে যান সাড়ে ৬টায়, ট্রেনার নাথান কেলির অধীনে সাড়ে ৮টা পর্যন্ত চলে তাদের এই সেশন।

fads8367.jpg
ছবি: ফিরোজ আহমেদ

চলতি বছরের এপ্রিলেও একই ভেন্যুতে ফিটনেস টেস্ট দিয়েছিলেন জাতীয় দল ও আশপাশের ক্রিকেটাররা। তখন 'ফিজিক্যাল পারফরম্যান্স অ্যাসেসমেন্ট' প্রোগ্রামের আওতায় ক্রিকেটাররা দৌড়েছিলেন ৪০০ মিটারের অ্যাথলেটিক্স ট্র্যাকে, চার চক্করে মোট ১,৬০০ মিটার।

fads8515.jpg
ছবি: ফিরোজ আহমেদ

১৬০০ মিটার এই দৌড়ে সবচেয়ে কম সময় নিয়েছেন নাহিদ। তরুণ এই পেসার ৫ মিনিট ৩১ সেকেন্ড সময়ে দৌড় শেষ করেছেন। আরেক পেসার তানজিম হাসান সাকিব দ্বিতীয় হয়েছে  ৫ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়ে।

fads8488.jpg
ছবি: ফিরোজ আহমেদছবি: ফিরোজ আহমেদ

গত ৬ অগাস্ট থেকে মিরপুরে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। ১৫ অগাস্ট থেকে স্কিল ট্রেনিং করবেন লিটন দাসরা। এরপর ২০ অগাস্ট তারা চলে যাবেন সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলবে নিবিড় অনুশীলন।

fads8592.jpg
ছবি: ফিরোজ আহমেদ

৩০ অগাস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর সিলেটেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ দল। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের টি-টোয়েন্টি আসর। ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

fads8586.jpg
ছবি: ফিরোজ আহমেদ