৪৩ বছর ৩০৩ দিন বয়সে ফিফটি, রেকর্ড গড়লেন ওমানের কলিম

By স্পোর্টস ডেস্ক
19 September 2025, 22:46 PM
UPDATED 20 September 2025, 13:17 PM

মুখোমুখি হওয়া প্রথম ২৮ বলে ধীরগতিতে ২৭ রান। এরপর খোলস ছেড়ে ডানা মেললেন আমির কলিম। বাউন্ডারির পসরা সাজিয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে ৩৮ বলে ফিফটি ছুঁয়ে ফেললেন বাঁহাতি ওপেনার। অবিশ্বাস্য কিছুর সম্ভাবনা জাগিয়ে শেষমেশ ওমান না পারলেও তিনি জায়গা করে নিলেন রেকর্ড বইতে।

শুক্রবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের কাছে লড়াই করে ২১ রানে হেরেছে এশিয়া কাপের নবাগত দলটি। আবুধাবিতে ১৮৯ রানের বড় লক্ষ্য তাড়ায় ওমান পৌঁছাতে পারে ৪ উইকেটে ১৬৭ রান পর্যন্ত। তাদের পক্ষে সর্বোচ্চ ৬৪ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন কলিম। ১৮তম ওভার পর্যন্ত টিকে ৪৬ বল মোকাবিলায় তিনি মারেন সাতটি চার ও পাঁচটি ছক্কা।

৪৭ ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে কলিমের এটি দ্বিতীয় ফিফটি, যা তিনি করেছেন ৪৩ বছর ৩০৩ দিন বয়সে। এতে দারুণ একটি কীর্তির মালিক হয়েছেন তিনি। এই সংস্করণের ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে কোনো সহযোগী সদস্য দলের সবচেয়ে বেশি বয়সী ব্যাটার হিসেবে ফিফটির স্বাদ নিয়েছেন।

শুধু তাই নয়। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদ নবির কাছ থেকে আরেকটি রেকর্ড কেড়ে নিয়েছেন কলিম। এশিয়া কাপের ইতিহাসেও তিনি এখন সবচেয়ে বেশি বয়সে ফিফটি করা ক্রিকেটার। বৃহস্পতিবার একই ভেন্যুতে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংস খেলার পথে ২০ বলে ফিফটি করেছিলেন আফগানিস্তানের নবি। সেদিন তার বয়স ছিল ৪০ বছর ২৬০ দিন।

আগেই আসরের সুপার ফোর নিশ্চিত করা ভারতকে কিছু সময়ের জন্য হলেও অস্বস্তিতে ফেলে দেয় কলিম ও হাম্মাদ মির্জার জুটি। কুলদীপ যাদব-অর্শদীপ সিং-শিবাম দুবেদের ওপর চড়াও হয়ে দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৫৫ বলে ৯৩ রান। পূর্ণ সদস্য অর্থাৎ টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটি ওমানের সর্বোচ্চ জুটি।

এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সহযোগী সদস্য দলের ব্যাটার হিসেবে ভারতের বিপক্ষে একমাত্র ফিফটি ছিল আফগানিস্তানের নুর আলী জাদরানের। ২০১০ সালের বিশ্বকাপে ৪৮ বলে ৫০ রান করেছিলেন তিনি। তখন টেস্ট স্ট্যাটাস ছিল না আফগানিস্তানের। এবার এক ম্যাচেই হয়েছে দুটি ফিফটি। ঝড়ো ব্যাটিংয়ে হাম্মাদ ৩৩ বলে পাঁচটি চার ও দুটি ছক্কায় করেন ৫১ রান।

আইসিসির পূর্ণ সদস্য কোনো দলের বিপক্ষে এই সংস্করণে ওমানের এটি ছিল দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। যদিও তা যথেষ্ট হয়নি শেষ পর্যন্ত। ২০১৯ সালে আল আমেরাতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ উইকেট হারিয়ে সর্বোচ্চ ১৭৩ রান তুলেছিল তারা।