এশিয়া কাপের ট্রফি বুঝিয়ে দিতে এসিসিকে আল্টিমেটাম দিল বিসিসিআই
গত মাসে দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় ভারত। তবে চ্যাম্পিয়ন হলেও নানান নাটকীয়তায় ট্রফি বুঝে পায়নি তারা। সেই ট্রফি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) চিঠি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চিঠিতে বিসিসিআই জানিয়েছে, চলতি সপ্তাহে ট্রফি না দিলে আইসিসি সভায় বিষয়টি তুলে আনবে তারা।
২৮ সেপ্টেম্বর ফাইনালে জয় পাওয়ার পর ট্রফিটি ভারতেরই প্রাপ্য। সেদিন ফাইনালের পর এসিসি সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকার করে ভারত। তাদের চাওয়া ছিলো অন্য কোন অতিথি যেন ট্রফি তুলে দেন। কিন্তু নাকভি তাতে রাজী না হয়ে ট্রফি নিয়ে চলে যান। তার হাত থেকে ট্রফি দেবেন না বলে এখনো তিনি অনড়।
বিসিসিআই সচিব দেবজিত সাইকা ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে জানান ট্রফি বুঝে পেতে আল্টিমেটাম দিয়েছেন তারা, 'হ্যাঁ, আমরা এসিসিকে লিখেছি যাতে ট্রফিটি ভারতের হাতে তুলে দেওয়া হয়। আমরা এসিসিকে জানিয়েছি, যদি তারা বিষয়টি বাস্তবায়ন না করে, তবে আমরা আসন্ন আইসিসি সভায় বিষয়টি উত্থাপন করব।'
আগামী ৪ থেকে ৭ নভেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে সেই আইসিসি সভা।
এশিয়া কাপের ট্রফি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে এসিসি সভাপতি নাকভির অনড় অবস্থানের কারণে। তিনি চান, বিজয়ী দলের হাতে ট্রফি তুলবেন তিনিই। কিন্তু ভারতীয় দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তার কাছ থেকে ট্রফি নিতে রাজি নয়। এই অবস্থান মূলত পেহেলগ্রামে সন্ত্রাসী হামলা ও পরবর্তী সময়ে ভারত-পাকিস্তানের যুদ্ধ জড়িয়ে পড়া নিয়ে।
দুবাইয়ের এসিসি কার্যালয়ে নাকভির নির্দেশে ট্রফিটি তালাবন্ধ করে রাখা আছে। পিসিবি প্রধান এসিসি কর্মীদের নির্দেশ দিয়েছেন যেন তার অনুমতি ছাড়া ট্রফিটি কোথাও সরানো না হয়।
এদিকে জানা গেছে, নাকভি এখনও একই অবস্থানে রয়েছেন। তিনি চান ভারতের অধিনায়ক বা কোনো খেলোয়াড় নভেম্বরের প্রথম সপ্তাহে দুবাই গিয়ে ট্রফিটি গ্রহণ করুক। মঙ্গলবার ইসলামাবাদে সাংবাদিকদের তিনি বলেন, 'তোমাদের কোনো একজন খেলোয়াড়কে নিয়ে এসো, সে ট্রফি নিয়ে যাক।'
ট্রফি নিয়ে এই অচলাবস্থার জট খুলতে পারে আইসিসির আসন্ন সভায়।