প্রথম ওভারে উইকেট নেওয়ার পর পড়ল টানা তিন ক্যাচ
বাংলাদেশের ফিল্ডাররা কি হাতে মাখন মেখে ফিল্ডিং করতে নেমেছেন? এমন প্রশ্ন করে বসতেই পারেন কোন সমর্থক। টেস্ট ক্রিকেটে যেখানে প্রতিটি উইকেটের জন্য খাটতে হয় বিস্তর, সেখানে কিনা টানা তিন ওভারে তিনটি ক্যাচ হাত ফসকে বেরিয়ে গেল।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং করতে নেমে শুরুটা হয় দারুণ। সফরকারী আয়ারল্যান্ড অধিনায়ককে ইনিংসের চতুর্থ বলেই এলবিডব্লিউ করে বিদায় করেন হাসান মাহমুদ।
হাসান স্যুয়িং পাচ্ছিলেন প্রথম থেকে, আরেক পাশে গতির তোড় তুলছিলেন নাহিদ রানা। দুই পেসার মিলে তৈরি করলেন একের পর এক সুযোগ। সেসব হাতছাড়া করার মিছিলও যেন চলতে থাকল।
আয়ারল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিংয়ে দুবার জীবন দিল বাংলাদেশ। জীবন পেলেন অভিষিক্ত ক্যাডে কারমাইকেল। চতুর্থ ওভারে নাহিদের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দেন ৯ রানে থাকা স্টার্লিং। নিচু হওয়া ক্যাচ মুঠোয় জমাতে পারেননি সাদমান ইসলাম।
পরের ওভারে কারমাইকেলকে জীবন দেন তাইজুল ইসলাম। হাসান মাহমুদের বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়েও ১০ রানে বেঁচে যান কারমাইকেল। ৬ষ্ঠ ওভারে আবার হতাশা। এবার নাহিদের বলে গালিতে সহজ সুযোগ পান মেহেদী হাসান মিরাজ। ভালো ফিল্ডার বলে পরিচিত মিরাজ হাতে জমাতে পারেননি বল, তখনো ৯ রানেই ছিলেন স্টার্লিং।
প্রথম ঘন্টায় প্রথম ওভারে বিপর্যয় ছাড়া সুযোগ পেয়ে ১০ ওভারে ১ উইকেটে ৪৪ রান।