দ্বিতীয় সেশনে ৩ উইকেট ফেলে ম্যাচে ফিরল বাংলাদেশ
হতাশার প্রথম সেশনের পর লাঞ্চ থেকে ফিরেই আঘাত হানলেন নাহিদ রানা। তাইজুল ইসলাম সাদামাটা থাকলেও মেহেদী হাসান মিরাজ ফেললেন আরও দুই উইকেট। আয়ারল্যান্ডের প্রতিরোধ ভেঙে দ্বিতীয় সেশনে ম্যাচে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল।
সিলেট টেস্টের প্রথম দিনের চা-বিরতি পর্যন্ত সফরকারী আয়ারল্যান্ডের সংগ্রহ ৫৬ ওভারে ৪ উইকেটে ১৮৪। কার্টিস ক্যাম্পার ৩৫ ও লোরকান টাকার ২২ রা নিয়ে ক্রিজে আছেন। পঞ্চম উইকেটে তারা যোগ করেছেন ৩৪ রান।
১ উইকেটে ৯৪ রান নিয়ে নেমে আর দুই রান যোগ করেই ফিরে যান পল স্টার্লিং। প্রথম সেশনে দ্বিতীয় স্লিপে তার ক্যাচ ফেলেছিলেন সাদমান ইসলাম। এবার সাদমান সেখানেই নেন ক্যাচ। ৬০ রান করে বিদায় নেন স্টার্লিং। ঠিক পরের ওভারে মিরাজ এলবিডব্লিউতে ফিরিয়ে দেন হ্যারি টেক্টরকে। মাঠের আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ।
পর পর দুই উইকেট হারানোর পর কারমাইকেলের সঙ্গে জুটি গড়েন ক্যাম্পের। চতুর্থ উইকেটে দুজনে মিলে যোগ করেন ৫৩ রান। অভিষিক্ত কারমাইকেল একবার জীবন পাওয়ার পর এগুচ্ছিলেন সতর্ক পথে। অভিষেকেই ফিফটি করে বড় কিছুর আভাস দিচ্ছিলেন তিনি।
মিরাজের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বিদায় তার। স্লিপ থেকে বা দিকে সরে ঝাঁপিয়ে অধিনায়ক শান্ত ক্যাচ নিলেও আম্পায়ার আউট দেননি প্রথমে। খালি চোখে মনে হচ্ছিল বল লেগেছে তার কব্জির উপর। রিপ্লেতে ব্যাটে স্পাইক পেয়ে আম্পায়ার দেন আউট। ১২৯ বলে ৫৯ করে বিদায় নেন কারমাইকেল।
কিপার ব্যাটার লোরকান টাকার থিতু হওয়া আগেই ফিরতে পারতেন। অভিষিক্ত হাসান মুরাদের বলে স্লিপে ক্যাচ দিয়েছিলেন তিনি। হাতে গেলেও সেই ক্যাচ রাখতে পারেননি শান্ত। সেশনের বাকিটা পার করে দেন ক্যাম্পার-টাকার।