তিনশোর আগেই থামল আয়ারল্যান্ড
ছবি: ফিরোজ আহমেদ
শেষ দুই উইকেট নিয়ে আর খুব বেশি দূর এগুতে পারেনি আয়ারল্যান্ড। আর ১৬ রান যোগ করেই গুটিয়ে গেছে তারা। ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে সফরকারীদের প্রথম ইনিংস তিনশোর আগে আটকে রাখার তৃপ্তি বাংলাদেশের।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ১৪ বলেই বাকি দুই উইকেট হারিয়ে ২৮৬ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।
আগের দিনের ২৭০ রান নিয়ে খেলতে নেমে ২৭৮ রানে তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন ম্যাথু হ্যামফ্রিজ। ৬৪ বলে বলে ৩১ করা ব্যারি ম্যাকার্থিকে দারুণ এক বলে বোল্ড করে ইনিংস মুড়ে দেন হাসান মাহমুদ।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান মিরাজ। ৫০ রানে ৩ উইকেট নেন তিনি। এদিন অবশ্য বল করতে আসার দরকার হয়নি। হাসান মাহমুদ, হাসান মুরাদ ও তাইজুল ইসলাম তিনজনই নিয়েছেন দুটি করে উইকেট। এক উইকেট পেয়েছেন নাহিদ রানা।