গতিময় সাদমান, সতর্ক জয়ে দারুণ শুরু

By ক্রীড়া প্রতিবেদক
12 November 2025, 05:19 AM

উইকেট যে ব্যাট করার জন্য বেশ সহায়ক সেটা টের পাওয়া গেছে আগের দিনই। আইরিশরা উইকেটের সুবিধা কাজে লাগাতে না পারলেও বাংলাদেশ সেরাটা বের করার আভাস দিচ্ছে। আয়ারল্যান্ডের প্রথম ইনিংসের জবাব দিতে নেমে দারুণ ঝলমলে শুরু করেছেন স্বাগতিক দুই ওপেনার।

Shadman Islam
ছবি: ফিরোজ আহমেদ

সাদমান ইসলামের পরিচিতি ছিলো রয়েসয়ে খেলার, তিনি খেলছেন ওয়ানডে গতিতে। তাকে দ্রুত আগাতে দেখে সতর্ক হয়ে ক্রিজে জমে আছেন মাহমুদুল হাসান জয়। সকালে আয়ারল্যান্ডকে ২৮৬ রানে আটকে রাখার পর লাঞ্চ বিরতির আগে দুই ওপেনার অবিচ্ছিন্ন থেকে ২৪ ওভার খেলে তুলে নিয়েছেন ১০৯  রান। সাদমান ৫৮ ও জয় ৫০ রান করে ক্রিজে আছেন। 

বাঁহাতি সাদমান মাত্র ৪৯ বলে ৭ চার, ১ ছক্কায় তুলে নিয়েছেন ফিফটি। জয় ফিফটি স্পর্শ করেন ৭২ বলে। তার ব্যাট থেকেও ততক্ষণে আসে ৭ চার ও ১ ছয়।

Shadman Islam & Mahmudul Hasan Joy
ছবি: ফিরোজ আহমেদ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার সকালে প্রতিপক্ষের শেষ দুই উইকেট তুলে নিতে স্রেফ ১৪ বল লাগে বাংলাদেশের। আয়ারল্যান্ড ২৮৬ রানে গুটিয়ে যাওয়ার পর নেমে অনায়াসে ব্যাট চালাতে থাকেন সাদমান-জয়। আলগা বলও পেয়েছেন তারা বিস্তর, অনভিজ্ঞ বোলারদের উপর চেপে বসে উড়তে অসুবিধা হয়নি তাই।

Mahmudul Hasan joy
ছবি: ফিরোজ আহমেদ

বিশেষ করে সাদমান ছিলেন স্ট্রোক ঝলমলে, সতীর্থকে ডানা মেলে উড়তে দেখে নিজেকে কিছুটা স্থির করে রাখেন জয়। সাদমান ফিফটি পেরুবার পর তিনিও কিছুটা বাড়ান গতি। এই দুজনের দারুণ বোঝাপড়ায় সফরকারী দলের হতাশা বাড়ছে, আর স্বাগতিকদের বাড়ছে বড় সংগ্রহের আশা।