সকালের সেশনে তিন উইকেট হারালেও লিড ছাড়িয়ে গেল দেড়শো

By ক্রীড়া প্রতিবেদক
13 November 2025, 05:34 AM
UPDATED 13 November 2025, 11:54 AM

আগের দিনে অপরাজিত থেকে ডাবল সেঞ্চুরির আভাস দিচ্ছিলেন মাহমুদুল হাসান জয়, সেঞ্চুরির দিকে ছিলেন মুমিনুল হক। এই দুজনেই সকালে নেমে পুড়েছেন আক্ষেপে। ব্যারি ম্যাকার্থির পেসে দুজনেই ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। ৯৯তম টেস্টে নামা মুশফিকুর রহিম থিতু হয়ে এগুতে পারেননি। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে লিড ঠিকই দেড়শো পার করে ফেলেছে স্বাগতিক দল।

সিলেট টেস্টে দ্বিতীয় দিনেই ম্যাচের লাগাম নিয়ে নেয় বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের লাঞ্চ বিরতি পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৪৪৭ রান। শান্ত ৬১ ও লিটন দাস অপরাজিত আছেন ১৯ রানে।

সকালের সেশনে ২৬ ওভার ব্যাট করে ১০৯ রান যোগ করে বাংলাদেশ, হারায় তিন উইকেট। আয়ারল্যান্ড থেকে ১৬১ রানে এগিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। 

১ উইকেটে ৩৩৮ রান নিয়ে নামা বাংলাদেশ দিনের দ্বিতীয় ওভারেই হারায় জয়কে। ম্যাকার্থির বলে খোঁচা মেরে কিপারের হাতে জমা পড়েন ২৮৬ বলে ১৭১ রান করা জয়। ১৪ চার আর ৪ ছক্কার দীর্ঘ যাত্রা থামান তিনি। 

ম্যাকার্থির পরের ওভারে কিছুটা লাফানো বল বেরিয়ে যাচ্ছিলো, তাতে ব্যাট লাগিয়ে দ্বিতীয় স্লিপে ধরা দেন মুমিনুল। সাবেক অধিনায়কের সেঞ্চুরির সম্ভাবনা শেষ হয় ১৩২ বলে ৮২ রানে।