হাসপাতাল ছাড়লেও গুয়াহাটি টেস্টে গিলের খেলা নিয়ে শঙ্কা

By স্পোর্টস ডেস্ক
17 November 2025, 04:13 AM

ঘাড়ে সমস্যায় কলকাতা টেস্টের মাঝপথে হাসপাতালে ভর্তি হওয়া শুবমান গিল ছাড়া পেয়েছেন। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ভারতের অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা এখনও কাটেনি। সমতায় ফেরার লড়াইয়ে আগামী শনিবার গুয়াহাটি টেস্টে নামতে হবে স্বাগতিকদের।

ইডেন গার্ডেন্সে ভারতের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ঘাড়ে অস্বস্তি অনুভব করেন গিল। মাত্র তিন বল খেলেই মাঠ ছাড়তে হয় তাকে। পরে ভর্তি করা হয় হাসপাতালে। সেকারণে দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামা হয়নি তার। গিলের অনুপস্থিতিতে ভারতও নাটকীয়ভাবে ৩০ রানে হেরে গিয়ে পিছিয়ে পড়েছে দুই ম্যাচের সিরিজে। ১২৪ রানের লক্ষ্য তাড়ায় গতকাল রোববার ম্যাচের তৃতীয় দিনে তারা গুটিয়ে যায় স্রেফ ৯৩ রানে।

এরপর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো দিয়েছে গিলের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর। প্রথম টেস্ট শেষ হলেও কলকাতাতেই অবস্থান করছে ভারত দল। সেখানে আগামীকাল মঙ্গলবার তাদের একটি অনুশীলন সেশন আছে। তবে গিলের থাকার সম্ভাবনা নেই বললেই চলে।

পরদিন গুয়াহাটিতে যাওয়ার কথা গৌতম গম্ভীরের শিষ্যদের। কিন্তু ঘাড়ের সমস্যা থেকে সেরে ওঠার অপেক্ষায় আছেন এমন ব্যক্তিদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ না করার পরামর্শ রয়েছে। তাই সেদিন গিলের দলের সঙ্গে উড়ে যাওয়ার সম্ভাবনা কম।

গিল শেষমেশ খেলতে না পারলে তার পরিবর্তে একাদশে ঢুকবেন সাই সুদর্শন বা দেবদূত পাডিক্কাল। দুজনই বাঁহাতি ব্যাটার। যদি এটাই একমাত্র পরিবর্তন হয়, তবে গুয়াহাটি টেস্টে ভারতের একাদশে সাতজন বাঁহাতি ব্যাটার থাকবে। বাকিরা হলেন যশস্বী জয়সওয়াল, রিশভ পান্ত, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব।

কলকাতা টেস্টেই প্রথমবারের মতো ছয়জন বাঁহাতি ব্যাটার খেলায় ভারত। তবে সেই কৌশল কাজে লাগেনি। দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক অফ স্পিনার সাইমন হার্মারের দুই ইনিংস মিলিয়ে নেওয়া আট উইকেটের ছয়টিই ছিল বাঁহাতি ব্যাটারের। শুধু তাই নয়, অনিয়মিত অফ স্পিনার এইডেন মার্করামও একজন বাঁহাতি ব্যাটারকে আউট করেন।

ঘাড়ের সমস্যার কারণেই গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলতে পারেননি গিল। এমন সময়ে তাকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, যখন তার ওয়ার্কলোড নিয়ে নজরদারি চলছে। সবশেষ আইপিএল (মার্চ-জুন) থেকে টানা তিন সংস্করণে খেলে যাচ্ছেন ডানহাতি ব্যাটার।