ইতিহাস গড়ার আয়োজনে সংবর্ধনা পেলেন মুশফিক

By ক্রীড়া প্রতিবেদক
19 November 2025, 03:53 AM
UPDATED 19 November 2025, 10:31 AM

কোলে শিশু কন্যা, হাত ধরে আছে পুত্র। মুশফিকুর রহিমের স্ত্রী ও বাবা-মা ছিলেন পাশে। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা এই ব্যাটারকে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা। ঘটা করা আয়োজনে মুশফিক জানালেন নিজের প্রতিক্রিয়া।

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল সোয়া নয়টায় টসের পর শুরু হয় আয়োজন। শুরুতেই মুশফিকের হাতে '১০০' খোদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন। যিনি সেই ২০০৫ সালে লর্ডসেও তার মাথায় পরিয়ে দিয়েছিলেন টেস্ট ক্যাপ।

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

তখনকার ১৮ পেরুনো বালক চেহারায় মুশফিক এখন পোক্ত, ক্যারিয়ারের পড়ন্ত বেলায় ঐতিহাসিক অর্জনের মুহূর্তে টেস্ট ক্যাপ ক্যাসকেড তুলে দেন বাংলাদেশের টেস্ট খেলোয়াড় নম্বর-১ আকরাম খান।

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

এরপর সতীর্থদের অটোগ্রাফ দেওয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত।

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

বর্তমান টেস্ট অধিনায়ক তার প্রক্রিয়ায় বলেন, 'অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের জন্য দুর্দান্ত অর্জন। আপনার সঙ্গে সব সময় খেলা উপভোগ করি। আমি আপনাকে অনুসরণ করি, অনুপ্রাণিত হই এমনকি ছোটবেলা থেকে। সবাই আপনার পরিশ্রম নিয়ে বলে, আমি বলব আপনি সব সময় দলের জন্য খেলেন, দলের জন্য নিজেকে নিংড়ে দেন। আপনি ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের জন্য খেলেন। এটাই তরুণদের অনুপ্রাণিত করে।'

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ

ছোট্ট বক্তব্যে সবাইকে ধন্যবাদ দেন মুশফিক,  'ধন্যবাদ সবাইকে। আমার পরিবারকে ধন্যবাদ। এই চলার পথে যারাই ছিলেন সতীর্থ, কোচ প্রত্যেককে ধন্যবাদ। আমি বাংলাদেশের ক্রিকেটের আগামীর জন্য শুভকামনা জানাই। আয়ারল্যান্ড দলকেও ধন্যবাদ তারা এখানে উপস্থিত হয়েছে বলে।'

Mushfiqur Rahim
ছবি: ফিরোজ আহমেদ