হামজার সঙ্গে 'দেখা করে' ধন্যবাদ জানাবেন মুশফিক

By স্পোর্টস ডেস্ক
20 November 2025, 12:34 PM
UPDATED 20 November 2025, 22:58 PM

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম পা রেখেছেন তার ১০০তম টেস্টে। যা নিঃসন্দেহে দেশের ক্রিকেটের ইতিহাসে গৌরবময় এক অধ্যায়।  দীর্ঘদিন ধরে নির্ভরতার প্রতীক হয়ে থাকা এই তারকার মাইলফলককে ঘিরে দেশ-বিদেশের ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস। সেই উচ্ছ্বাসের অংশ হয়েছেন ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। যার আন্তরিক ভিডিও বার্তায় আবেগাপ্লুত হয়েছেন মুশফিক নিজেও।

মুশফিকের ১০০ টেস্টকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বার্তায় হামজা বলেন, 'আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তী আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।'

একজন দুর্দান্ত ফুটবলারের কাছ থেকে এমন সম্মান ও শুভেচ্ছা পেয়ে বিস্মিত হন মুশফিক। সংবাদ সম্মেলনে তিনি জানান এই বার্তা প্রথমে শুনেই তিনি অবাক হয়েছেন, পরে ম্যানেজারের ফোনে ভিডিওটি দেখেন।

মুশফিক বলেন, 'জি আমি গতকালকে… হ্যাঁ রাতে, মানে আজ সকালে শুনেছি। পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো আমি সত্যিই অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছি। আশা করছি যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাআল্লাহ অবশ্যই হবে, আমি তখন ধন্যবাদ জানাবো।'

নিজের শততম টেস্টে দারুণ এক শতক তুলে নিয়েছেন মুশফিক। আগের দিন এক রানের অপেক্ষায় থাকা এই ব্যাটার দ্বিতীয় দিনের সকালে নেমে প্রথম ওভারও অপেক্ষায় রাখেন। দ্বিতীয় ওভারে পৌঁছে যান কাঙ্ক্ষিত লক্ষ্যে। তাতে এমন এক এলিট ক্লাবে ঢুকে যান, যেখানে ১৪৮ বছরের টেস্ট ইতিহাসে তার আগে ছিলেন কেবল দশজন।