লাঞ্চের আগে তিন উইকেট হারালো বাংলাদেশ

By ক্রীড়া প্রতিবেদক
19 November 2025, 05:39 AM
UPDATED 19 November 2025, 11:49 AM

ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে দারুণ শুরুর পর হোঁচট খেল বাংলাদেশ। অফ স্পিনার অ্যান্ডি ম্যাকব্রেইনের ছোবলে হারালো তিন উইকেট। লাঞ্চের ঠিক আগে ক্রিজে নেমেছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম।

বুধবার মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০০ রান। ২৯ বলে ১৭ রান নিয়ে ক্রিজে আছেন মুমিনুল হক, ১৮ বলে ৩ রান করে তার সঙ্গী মুশফিক।

উইকেটে ঘাস থাকলেও এই টেস্টে একজন পেস অলরাউন্ডার ছাড়া আর কোন পেসার একাদশে রাখেনি আইরিশরা। শুরুর আর্দ্রতা তাই কাজে লাগাতে পারেনি তারা।

১৪তম ওভারে গিয়ে পড়ে প্রথম উইকেট। ম্যাকব্রেইনের বলে এলবিডব্লিউ হন বাঁহাতি সাদমান। আগের টেস্টে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় থিতু হয়েছিলেন, কিন্তু অহেতুক শটে তিনি ক্যাচ উঠিয়ে ফেরেন ৩৪ রান করে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৮ রান করেই হোন বোল্ড।