বিশাল পুঁজির নিচে আইরিশদের চাপা দিচ্ছে বাংলাদেশ
দিনের শুরুটা মুশফিকুর রহিমের ইতিহাসগড়া মুহূর্ত দিয়ে। আগের দিনের অপেক্ষা ঘুচিয়ে দিতে ৮ বল সময় নেন তিনি। শততম টেস্টে সেঞ্চুরিতে নাম লেখান ইতিহাসের একাদশ ব্যাটার হিসেবে। বাকি সময়ে দারুণ সেঞ্চুরিতে রাঙান লিটন দাস। পাঁচশোর কাছে চলে যাওয়া বাংলাদেশের বিশাল পুঁজির জবাব দিতে নেমে শেষ বিকেলে ধস নেমেছে আয়ারল্যান্ডের।
বৃহস্পতিবার মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে স্বাগতিক দল। প্রথম ইনিংসে ৪৭৬ রান করার পর একশোর আগে সফরকারীদের ৫ উইকেট ফেলে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ৩৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৯৮ রান তুলেছে আইরিশরা। এখনো ৩৭৮ রান পিছিয়ে তারা, ফলোঅন এড়াতেই এখনো ১৭৯ রান প্রয়োজন।
বিশাল পুঁজির জবাব দিতে নেমে আয়ারল্যান্ডের শুরুটা বেশ জুতসই। দুই ওপেনার মিলে পার করে দেন ১০ ওভার। একাদশ ওভারে খালেদ আহমেদকে এগিয়ে এসে মারতে গিয়ে লাইন মিস করে এলবিডব্লিউতে কাটা পড়েন পল স্টার্লিং।
আইরিশ অধিনায়ক কিছুক্ষণ টিকেই নেন বিদায়। হাসান মুরাদের বলে এজড হয়ে তার প্যাডে লেগে স্লিপে যায় ক্যাচ। প্রথম টেস্টে নিবেদন দেখানো ক্যাডে কারমাইকেলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ, খানিক পর কার্টিস ক্যাম্পারকে দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড করেন মুরাদ। বিনা উইকেটে ৪১ থেকে ৮৪ রানে ৪ উইকেট হারিয়ে বসে আয়ারল্যান্ড। পরে হ্যারি টেক্টরকে তাইজুল ইসলাম তুলে নিলে ৯৪ রানে ৫ উইকেট হারায় তারা।
দ্বিতীয় দিনে প্রথম দুই সেশনে ছড়ি ঘোরায় বাংলাদেশ। সকালে নেমে সেঞ্চুরির পর বেশিদূর এগুতে পারেননি মুশফিক। ১০৬ রান করে আউট হয়ে যান। এরপর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন লিটন। দ্যুতিময় ব্যাটিংয়ে তুলেন পঞ্চম টেস্ট সেঞ্চুরি।
চা-বিরতির খানিক আগে ৪৭ করে মিরাজ আর দলের সর্বোচ্চ ১২৮ করে লিটনের বিদায়ের পর বাংলাদেশের ইনিংস গুটিয়ে যাওয়া ছিলো সময়ের ব্যাপার। ১৮ রানের ইনিংস খেলে সেটা কিছুটা বিলম্বিত করেন ইবাদত। পাঁচশোর আগে থামলেও মিরপুরের উইকেটের বিচারে ম্যাচের ফল যেন আঁচ করা যাচ্ছিলো তখনই।
বল হাতে নিয়ে বাংলাদেশের স্পিনাররা উইকেট থেকে টার্ন-বাউন্স আদায় করতে থাকলে আইরিশদের জবাব দেওয়া হয়ে যাচ্ছিলো কঠিন।