বাংলাদেশ সফর স্থগিতের পর শ্রীলঙ্কাকে নিয়ে সিরিজ আয়োজন ভারতের

By স্পোর্টস ডেস্ক
28 November 2025, 08:46 AM

বাংলাদেশের নির্ধারিত নারী দলের ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায় নতুন পরিকল্পনা হিসেবে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত। ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফর করবে শ্রীলঙ্কা নারী দল।

গত ১৮ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)–এর পরিচালক আব্দুর রাজ্জাক জানান, ইমেইলের মাধ্যমে সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। রাজ্জাক বলেন, 'হ্যাঁ, সিরিজ স্থগিত হয়েছে এবং এটি পুনর্নির্ধারণ করা হবে। এখনই নতুন তারিখ বলা হয়নি, শীঘ্রই হওয়ার সম্ভাবনাও কম।'

ডিসেম্বরে নির্ধারিত এই সফর দিয়েই বাংলাদেশের নারীদের নতুন ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) চক্র শুরুর কথা ছিল। একই সঙ্গে ওডিআই সিরিজ দিয়ে শুরু হওয়ার কথা ছিল আইসিসি উইমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপের নতুন যাত্রা। তবে এর আগে আরও একটি পরিবর্তন আসে সূচিতে, বাংলাদেশে ভারতের পুরুষ দলের সাদা বলের সিরিজ ২০২৫ সালের আগস্টের পরিবর্তে সরিয়ে নেওয়া হয় ২০২৬ সালের সেপ্টেম্বরে।

এই অবস্থায় শ্রীলঙ্কা সিরিজই ভারতীয় নারী দলের উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) এর আগে প্রধান আন্তর্জাতিক প্রস্তুতি হয়ে উঠছে। ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, প্রথম দুই ম্যাচ হবে বিশাখাপত্তমে এবং বাকি তিনটি অনুষ্ঠিত হবে তিরুবনন্তপুরমে। তবে ডব্লিউপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজিতেই নেই শ্রীলঙ্কার কোনো খেলোয়াড়।

২০২৬ সালের ১২ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতি। সবশেষ ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩০ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল ভারত–শ্রীলঙ্কা; টি-টোয়েন্টিতে দেখা হয়েছে ২০২৪ বিশ্বকাপে।

ডব্লিউপিএল শেষে ভারত ফেব্রুয়ারি–মার্চে অস্ট্রেলিয়া সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে, যা ২০২৬ সালের ব্যস্ত আন্তর্জাতিক সূচির সূচনা বলেই ধরা হচ্ছে।