বয়কটের সিদ্ধান্তে অটল ক্লাবগুলো, প্রথম বিভাগ লিগ অনিশ্চয়তায়

By স্পোর্টস ডেস্ক
2 December 2025, 10:00 AM

সম্প্রতি অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঢাকার প্রথম বিভাগসহ বিভিন্ন ঘরোয়া লিগ বয়কটের ঘোষণা দিয়েছিল ৪৫টি ক্লাব। তাদের এই অবস্থানের কারণে প্রথম বিভাগসহ রাজধানীকেন্দ্রিক ঘরোয়া ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

এর মধ্যেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্লাব প্রতিনিধি ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)-এর সঙ্গে বৈঠক শেষে ঘোষণা দেন যে প্রথম বিভাগ ক্রিকেট লিগ আগামী ১১ ডিসেম্বর থেকে শুরু হবে।

লিগটি মূলত ১৮ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল, তবে মাত্র ১২টি ক্লাব প্লেয়ার্স ট্রান্সফারে অংশ নেওয়ায় তা প্রথমে ২৫ নভেম্বর, পরে আবার ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে যায়। নতুন তারিখ নিশ্চিত করেই বিসিবি সভাপতি জানান, খেলোয়াড়দের ট্রান্সফার উইন্ডো বাড়িয়ে ৫ ও ৬ ডিসেম্বর করা হয়েছে।

তবে ক্লাবগুলো তাদের বয়কট সিদ্ধান্ত থেকে সরেনি। মঙ্গলবার পুনরায় আলোচনায় বসে ক্লাবগুলো জানিয়ে দেয়, তারা তাদের চলমান আন্দোলন অব্যাহত রাখবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা বয়কট প্রত্যাহারের কোনো উদ্যোগ নেবে না।

মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান মঙ্গলবার সংবাদ সম্মেলনে উপস্থিত ক্লাব সংগঠকদের উদ্দেশে বলেন, 'বয়কট নিয়ে আমাদের অবস্থান আগের মতোই আছে। মোহামেডান আপনাদের সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।'

এ অবস্থায় প্রথম বিভাগসহ ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতাগুলোর আয়োজন এখনো গভীর অনিশ্চয়তায় ঝুলে আছে।