এনওসি পেলেন মুমিনুল-মোস্তাফিজ-তাসকিন
মমিনুল হক, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে বিদেশি লিগে খেলার জন্য ২৩ ডিসেম্বর পর্যন্ত এনওসি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্সের দায়িত্বপ্রাপ্ত শাহরিয়ার নাফীস।
টেস্ট দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মমিনুল হক ইতোমধ্যে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে তিনি দেশ ছাড়েন নিউ সাউথ ওয়েলস গ্রেড ক্রিকেটে অংশ নিতে। তিনি খেলবেন ব্ল্যাকটাউন ডিস্ট্রিক্ট ক্রিকেট ক্লাবের হয়ে সিডনি ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেট প্রতিযোগিতায়। এই টুর্নামেন্টে অতীতে স্টিভ স্মিথ ও মিচেল স্টার্কের মতো তারকারা খেলেছেন।
এদিকে মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবারই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন আইএল টি–টোয়েন্টি (ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি) খেলতে। তিনি দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন। তাসকিন আহমেদও এনওসি পেয়েছেন; তিনি খেলবেন শারজাহ ওয়ারিয়র্সের হয়ে এবং টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচের অপেক্ষায় আছেন।
শাহরিয়ার নাফীস বলেন, 'মমিনুল নিউ সাউথ ওয়েলস গ্রেড ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া গেছে।'
এর আগে লেগ-স্পিনার রিশাদ হোসেনকে পুরো মৌসুমের জন্য বিগ ব্যাশ লিগে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। রিশাদ যেখানে খেলবেন হোবার্ট হারিকেন্সের হয়ে, সেখানে মমিনুল, মোস্তাফিজ ও তাসকিন ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে সময়মতো ঢাকায় ফিরে আসবেন।