হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে তামিমের নেতৃত্বেই যুব এশিয়া কাপে বাংলাদেশ
২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিরোপা ধরে রাখার অভিযানে আবারও যুব টাইগারদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম। গত বছর তার অধিনায়কত্বে লাল-সবুজের প্রতিনিধিরা টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল।
টুর্নামেন্টটি আগামী ১২ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যুব এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। ২০২৩ সালে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে প্রথমবারের মতো ট্রফি উঁচিয়ে ধরেছিল যুবারা।
জাওয়াদ আবরারকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। বাংলাদেশ দল আগামী ১০ ডিসেম্বর আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হবে। গত দুটি টুর্নামেন্টও অনুষ্ঠিত হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশটিতে।
বাংলাদেশকে 'বি' গ্রুপে রাখা হয়েছে। তাদের প্রতিপক্ষরা হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেপাল। বর্তমান চ্যাম্পিয়নরা ১৩ ডিসেম্বর আইসিসি একাডেমিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ১৫ ডিসেম্বর সেভেনস স্টেডিয়ামে নেপালের মুখোমুখি হবে তারা। আর ১৭ ডিসেম্বর আইসিসি একাডেমিতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে দলটি।
'এ' গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আয়োজক আরব আমিরাত ও মালয়েশিয়া। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল পাবে সেমিফাইনালের টিকিট। ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে শেষ চারের লড়াই। এরপর ২১ ডিসেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে আইসিসি একাডেমিতে।
বাংলাদেশ দল:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দকী এলিন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম রাজিন ও মোহাম্মদ সবুজ।
স্ট্যান্ডবাই:
রাফিউজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম ও দেবাশীষ সরকার দেবা।