এনসিএল দীর্ঘ সংস্করণের শিরোপা জিতে রংপুরের ডাবল

By স্পোর্টস ডেস্ক
9 December 2025, 10:55 AM
UPDATED 9 December 2025, 20:17 PM

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার সিলেট বিভাগের ম্যাচ ড্র হয়ে যাওয়ার পর তৃতীয়বারের মতো এনসিএলের দীর্ঘ সংস্করণের শিরোপা নিশ্চিত করল রংপুর বিভাগ। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত 'ডাবল' পূর্ণ করল দলটি। অক্টোবরে এনসিএল টি-টোয়েন্টি শিরোপা জিতেছিল রংপুর।

শিরোপার পথে মূল কাজটা রংপুর সেরে রেখেছিল আগের দিনই। তিন দিনের মধ্যেই খুলনা বিভাগকে সাত উইকেটে হারিয়ে ২০২২-২৩ মৌসুমের পর এই প্রথম দীর্ঘ সংস্করণের শিরোপা জয়ের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায় তারা।

এদিকে সিলেট জানতো, শেষ দিনে তাদের একমাত্র লক্ষ‍্য জয়। তবেই রংপুরের ৩১ পয়েন্ট ছাড়িয়ে শিরোপা ধরে রাখা সম্ভব ছিল। তবে ৩২০ রানের কঠিন টার্গেট তাড়া করতে নেমে সিলেট থেমে যায় ১৮৭/৫ রানে, ফলে ম্যাচ ড্র এবং শিরোপা চলে যায় রংপুরের হাতে। সিলেটের হয়ে আসাদুল্লাহ আল গালিব অপরাজিত ৬১ রান করেন, মুশফিকুর রহিম যোগ করেন ৫৩।

এর আগে ৪ উইকেটে ২১২ রান থেকে দিন শুরু করে বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ২৯৪/৮ রানে। ওপেনার ইফতেখার হোসেন ইফতি খেলেন ১৯৭ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংস। ১১ চার ও ৪ ছক্কায় সাজানো তার ক্যারিয়ারের দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি, যা সিলেটের সামনে শেষ দিনে পাহাড়সম চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

দিনের অন্য ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহ বিভাগ ১৪৬ রানে হেরে যায় রাজশাহীর কাছে, যদিও আলো কেড়ে নেন আবু হায়দার রনি। ২২৭/৯ থেকে দিন শুরু করে রনি খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস, অপরাজিত ১৪১ রান (১২৭ বলে), যেখানে ছিল ১০ চার ও ১৩ ছক্কা। এটি তার দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি।

তবে ম্যাচ সেরা সানজামুল ইসলাম (৫/৮৮) শেষ উইকেট হিসেবে নয় রানে আসাদুল্লাহ হিল গালিবকে আউট করেই রাজশাহীর জয় নিশ্চিত করেন, আর ময়মনসিংহের অভিষেক মৌসুমে একমাত্র পরাজয়ের তিক্ত স্বাদও এনে দেন।