'জাকেরকে আমার পছন্দ নয়': নোয়াখালী এমডির মন্তব্যে বিতর্ক

By স্পোর্টস ডেস্ক
12 December 2025, 03:46 AM

নোয়াখালী এক্সপ্রেসের প্রথম বিপিএল অভিযানের আগেই দলের ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বজলুর রহমান রতন। অধিনায়ক নির্বাচন নিয়ে তার অস্বাভাবিক খোলামেলা মন্তব্য এবং দলের প্রধান কোচের নাম ভুল করে ফেলায় সৃষ্টি হয়েছে বাড়তি আলোচনার।

বৃহস্পতিবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রতনকে জিজ্ঞেস করা হয়, জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিক কি নোয়াখালীর অধিনায়ক হতে পারেন? উত্তরে তিনি ব্যক্তিগত পছন্দের কথা স্পষ্ট করে বলেন, 'না, জাকের আলি অনিক আমার ব্যক্তিগত পছন্দ নয়। এটাই সত্যি কথা। আমি জাকেরের চেয়ে নাবি (মোহাম্মদ) বা কুশল মেন্ডিসকে বেশি পছন্দ করব।'

এতেই শেষ নয়, সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের নাম ভুল করে 'সুমন' বলে বসেন তিনি। সংশোধনের পর আবার জানান, অধিনায়ক হিসেবে কার প্রতি তার ঝোঁক বেশি।

তিনি বলেন, 'অধিনায়ক হওয়ার মতো ২-৩ জন খেলোয়াড় আছে। যেহেতু আমাদের কোচ আছে, সুজন ভাই কোচ… আমরা কোচকে অধিনায়কের প্রস্তাব দেওয়ার পরিকল্পনাও করেছি। আমরা সৌম্য সরকারকে ট্রাই করব…'

গত ৩০ নভেম্বরের খেলোয়াড় ড্রাফটে শীর্ষ ক্যাটাগরি এ ও বি থেকে কাউকে দলে নিতে ব্যর্থ হওয়ায় বাধ্য হয়ে নিজেদের বেস প্রাইস ৩৫ লাখ টাকায় জাকেরকে নিতে হয় নোয়াখালীকে। নিয়ম অনুযায়ী শীর্ষ দুটি ক্যাটাগরি থেকে অন্তত দুইজন খেলোয়াড় নিতে বাধ্য হওয়ায় অবিক্রিত থাকা জাকের ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে ভেড়াতে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে।

রতন আরও জানান, তারা নিলামে জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে ভেড়াতে চাইলেও ঢাকা ক্যাপিটালস ৬৮ লাখ টাকায় তাকে কিনে নেওয়ায় নোয়াখালীর পক্ষে আর সম্ভব হয়নি।

এ ছাড়া অভিনেতা জিয়াউল হক পলাশকে নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়।