অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা: অধিনায়ক আজিজুল, ফিরলেন ফাহাদ
জিম্বাবুয়ে ও নামিবিয়ায় আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার আল ফাহাদ।
এবারের স্কোয়াডে সবশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল থেকে মাত্র একটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণে এশিয়া কাপে খেলতে না পারা ফাহাদ দলে ফেরায় বাদ পড়েছেন পেসার মো. সবুজ, যাকে সাতজনের স্ট্যান্ডবাই খেলোয়াড়ের তালিকায় রাখা হয়েছে।
যুব টাইগারদের নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম, আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন জাওয়াদ আবরার। বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ আগামী রোববার রাতে ঢাকা ছাড়বে। মূল টুর্নামেন্টের আগে পাকিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
বাংলাদেশ দল গ্রুপ 'এ'-তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষরা হলো ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী, চার গ্রুপের শীর্ষ তিনটি করে দল 'সুপার সিক্স' পর্বে উঠবে। এরপর সেমিফাইনাল শেষে আগামী ৬ ফেব্রুয়ারি হারারেতে ফাইনাল অনুষ্ঠিত হবে।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। তবে ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সবশেষ আসর তারা অষ্টম স্থানে থেকে শেষ করেছিল।
বাংলাদেশের স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
অতিরিক্ত (স্ট্যান্ডবাই): আবদুর রহিম, দেবাশীষ সরকার দেবা, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মো. সবুজ।