নাসিরের ব্যাটে ঢাকার জয়, হেরেই চলেছে নোয়াখালী

By স্পোর্টস ডেস্ক
7 January 2026, 10:58 AM
UPDATED 7 January 2026, 17:03 PM

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে শেষ পর্যন্ত হাসল ঢাকা ক্যাপিটালস। একটি মাত্র জয় নিয়ে মাঠে নামা ঢাকার বিপরীতে এখনো জয়ের মুখ না দেখা নোয়াখালী এক্সপ্রেস। সেই হতাশা আরও বাড়িয়ে দিয়ে নোয়াখালীকে ৭ উইকেটে হারিয়ে টানা আরেকটি জয় তুলে নিয়েছে ঢাকা। নাসির হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়েই মূলত জয় নিশ্চিত করে দলটি।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে নোয়াখালী। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে তারা সংগ্রহ করে ১৩৩ রান। জবাবে মাত্র ১৫.১ ওভারেই, হাতে ৩৫ বল রেখে লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা।

লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে ঢাকা। তবে সেখান থেকে একাই ইনিংসের হাল ধরেন নাসির হোসেন। দায়িত্বশীল ও আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৫০ বলে অপরাজিত ৯০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১৪টি চার ও ২টি ছক্কা। চলতি বিপিএলে এটি নাসিরের প্রথম ফিফটি, যা আসে দলের প্রয়োজনের মুহূর্তে। যদিও ব্যাট হাতে নাসির ছিলেন জয়ের প্রধান নায়ক, তবে তার পেছনে বড় ভূমিকা রাখে ঢাকার বোলারদের সম্মিলিত নিয়ন্ত্রিত পারফরম্যান্স, যার ফলে লক্ষ্যটা ছিল পুরোপুরি নাগালের মধ্যেই।

এর আগে নোয়াখালীর ইনিংস শুরু থেকেই ছিল চাপে। স্থানীয় ব্যাটার হাবিবুর রহমান সোহান (৬), সৌম্য সরকার (১), মুনিম শাহরিয়ার (২) ও মাহিদুল ইসলাম অঙ্কন (২)—কেউই ইনিংস গড়তে পারেননি। বিদেশি ব্যাটার মাজ সাদাকাত ২৪ রানের ইনিংসে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

পরবর্তীতে ষষ্ঠ উইকেটে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি ও পাকিস্তানি ব্যাটার হায়দার আলী দৃঢ় জুটি গড়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন। এই জুটিতে আসে ৯০ রান। দুইটি করে চার ও ছক্কায় ৪২ রানে অপরাজিত থাকেন নবি। তিনটি চার ও একটি ছক্কায় অধিনায়ক হায়দার আলী করেন সর্বোচ্চ ৪৭ রান।

লক্ষ্য তাড়ায় নেমে নাসির হোসেন ইরফান শুক্কুরের সঙ্গে ৫৯ রানের এবং পরে ইমাদ ওয়াসিমকে নিয়ে অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি গড়ে সহজ জয় নিশ্চিত করেন। এই জয়ে ঢাকার আত্মবিশ্বাস যেমন বাড়ল, তেমনি নোয়াখালীর জন্য হার যেন আরও দীর্ঘ হলো।