বাংলাদেশকে ২২৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

By স্পোর্টস ডেস্ক
10 October 2025, 12:39 PM

রাবেয়া খানের জোড়া শিকারে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দলীয় ৩৮ রানে নিউজিল্যান্ডের তিন ব্যাটারকে ফিরিয়েছিল বাঘিনীরা। এরপর কিউই অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুকি হালিডের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি। শেষ পর্যন্ত লড়াকু পুঁজিই পেয়ে যায় ২০০০ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

শুক্রবার গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছে নিউজিল্যান্ড। অর্থাৎ জিততে হলে ২২৮ রান করতে হবে বাংলাদেশকে।

আগের দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা মারুফা আক্তার এদিন সুবিধা করে উঠতে পারেননি। তাতে শুরুটা ভালোভাবেই করে নিউজিল্যান্ড। এমনকি রাবেয়াও প্রথম ওভারে কিছু করতে পারেননি। নবম ওভারে ফের বল হাতে নিয়ে দেন জোড়া ধাক্কা। এরপর সুজি বেটস রানআউট হলে ৩৮ রানেই তিন উইকেট হারায় নিউজিল্যান্ড।

তবে সেখান থেকে দলকে টেনে তোলেন সোফি ও ব্রুকি। গড়েন ১১২ রানের জুটি। যেখানে ব্রুকি খেলেন ৬৯ রানের ইনিংস। আর অধিনায়ক সোফির ব্যাট থেকে আসে ৬৩ রান। অবশ্য তাকে আউট করার সুযোগ এসেছিল ২৬ রানে থাকাকালীন সময়ে। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সে সুযোগ লুফে নিতে পারেননি।

অবশেষে ৩৯তম ওভারে এই জুটি ভাঙেন ফাহিমা খাতুন।  চার ওভার পর সোফির উইকেট তুলে নেন নিশিতা আক্তার নিশি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পেয়েছে বাংলাদেশ। তবে ততোক্ষণে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় কিউইরা।

বাংলাদেশের পক্ষে ১০ ওভার বল করে ৩০ রানের খরচায় পান ৩টি উইকেট।