থাইল্যান্ডের বিপক্ষে প্রস্তুতির লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ
আগামী এএফসি উইমেন্স এশিয়ান কাপের চ্যালেঞ্জের জন্য দলকে তৈরি করতে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। থাইল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটি আজ অনুষ্ঠিত হবে, যেখানে নতুন কোচ পিটার বাটলার মেয়েদের পারফরম্যান্স যাচাইয়ের সুযোগ পাচ্ছেন।
ব্যাংকক থনবুরি ইউনিভার্সিটি ফুটবল ট্রেনিং সেন্টারে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ শুক্রবার বিকেল ৪টায়।
তিন সপ্তাহব্যাপী চট্টগ্রামের কেপিজেড কমপ্লেক্সে নিবিড় অনুশীলন শেষে মঙ্গলবার ব্যাংককে পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা। স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে গত দুই দিন অনুশীলন করেছে তারা। এখন তাদের সামনে অপেক্ষা, বাংলাদেশের চেয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৫১ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী থাইল্যান্ড।
দলীয় দুই গোলরক্ষক রূপনা চাকমা ও স্বর্ণা রানী মণ্ডল ম্যাচটিকে সামনে রেখে জানিয়েছেন আশাবাদ।
'আমরা নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। এখন আগামীকালের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। জয়ের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব,' এক ভিডিও বার্তায় বলেছেন রূপনা।
স্বর্ণা যোগ করে বলেন, 'শেষ অনুশীলনে সবাই ছিল খুব মনোযোগী ও সিরিয়াস। আমরা চাই থাইল্যান্ডের বিপক্ষে ইতিবাচক ফল নিয়ে ফিরতে।'
যদিও খেলোয়াড়দের লক্ষ্য জয়ের দিকে, তবে কোচ পিটার বাটলার এই ম্যাচকে দেখছেন দল পুনর্গঠন ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে। অভিজ্ঞ থাইল্যান্ড দলটি ১৭ বার এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে খেলেছে, যদিও এবার তারা ফাইনাল রাউন্ডে উঠতে পারেনি।
দল ব্যাংকক যাত্রার আগে বাটলার বলেছিলেন, 'এই ম্যাচগুলোতে জিততেই হবে, এমন মানসিকতা নিয়ে নামা উচিত নয়। বাস্তবতা বোঝা দরকার এবং জানতে হবে, এই ম্যাচ থেকে আমরা কী শিখতে চাই। আমার লক্ষ্য একটাই, একটি প্রতিযোগিতামূলক পারফরম্যান্স দেখা।'