দিবালার গোলে শীর্ষে থাকা নাপোলির পাশে রোমা
সিরি আয় চলতি মৌসুমে নিজের প্রথম গোল করেছেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। আর তার করা সেই একমাত্র গোলেই রোববার সাসুয়োলোর মাঠে ১-০ ব্যবধানে জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নাপোলির সঙ্গে সমতায় পৌঁছেছে এএস রোমা।
ম্যাচের ১৬তম মিনিটে ব্রায়ান ক্রিস্তান্তেকে পাস দিয়ে শট নেওয়ার সুযোগ তৈরি করেন দিবালা। গোলরক্ষক আরিয়ানেত মুরিচ সেই শট ঠেকালেও ফিরতি বলে ঝাঁপিয়ে পড়ে ফাঁকা জালে বল জড়ান এই আর্জেন্টাইন। এটা সিরি আতে তার ১৩০তম গোল এবং গত বছরের ডিসেম্বরে পর প্রথম ওপেন-প্লে গোল।
ম্যাচশেষে দিবালা বলেন, 'এই তিন পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানতাম এই ম্যাচ জিতলে শীর্ষে উঠতে পারব, কিন্তু এখনই আমরা উচ্ছ্বসিত হয়ে পড়তে চাই না। মৌসুম এখনো অনেক বাকি।'
জুলাইয়ে দায়িত্ব নেওয়া কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির অধীনে রোমা রক্ষণে বেশ শক্তিশালী হয়েছে, তবে গোল পাওয়ায় এখনো দুর্বল। আট ম্যাচে তারা প্রতিপক্ষের কাছে মাত্র তিনটি গোল হজম করেছে, লিগের অন্য যেকোনো দলের চেয়ে দুইটি কম। তবে গোল করেছে কেবল আটটি।
বর্তমানে রোমা দ্বিতীয় স্থানে, শীর্ষে থাকা নাপোলির চেয়ে কেবল গোল ব্যবধানে পিছিয়ে। শনিবার নাপোলি ৪ নম্বরে থাকা ইন্টার মিলানকে ৩–১ গোলে হারিয়েছে। তবে মৌসুম শেষে যদি দুই দল সমান পয়েন্টে থাকে, শিরোপা নির্ধারণ হবে প্লে-অফ ম্যাচে।
এই মৌসুমে রোমার চারটি হারই এসেছে নিজেদের মাঠে। এর মধ্যে আছে ইউরোপা লিগে ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে এবং সিরি আ-তে গত সপ্তাহে ইন্টার মিলানের কাছে।
গাসপেরিনি বলেন, 'এই সপ্তাহে টানা দুই ম্যাচে হারের পর দল যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। এখন অগ্রাধিকার হলো ঘরের মাঠে জয় ফেরানো। আমাদের সমর্থকদের পুরস্কৃত করতে হবে, তাই নিজেদের মাঠে আরও কার্যকর হতে হবে।'