রিয়ালে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
বরাবরের মতো আবারো নিজের আচরণ নিয়ে আলোচনায় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। এল ক্লাসিকোতে বদলি হওয়ার পর তার আচরণ ক্লাবের ভেতরে ও বাইরে প্রবল বিতর্ক সৃষ্টি করেছে। এ নিয়ে সমস্যা বাড়ছে ক্লাবটির মধ্যে।
বিষয়টি মূলত শেষ মুহূর্তের ঝগড়া নিয়ে নয়, বরং বদলি হওয়ার পর ভিনিসিয়ুসের প্রতিক্রিয়া নিয়েই ক্ষোভ ছড়িয়েছে। কোচ জাবি আলোনসো যখন তাকে তুলে নেন, তখন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বিরক্তি প্রকাশ করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান, বেঞ্চে বসার পরিবর্তে।
ডিএজেডএন-এর ক্যামেরায় ধরা পড়ে, মাঠ ছাড়ার সময় ভিনিসিয়ুস বলেছিলেন, 'আমি দল ছেড়ে যাচ্ছি, আমি চলে যাচ্ছি।'
এর আগে তিনি আরও একবার বলে উঠেছিলেন, আমি যাচ্ছি আমার নিজের মতো করে।' যা অনেকেই মনে করছেন জাবি আলোনসোর উদ্দেশেই ছোঁড়া কথা।
আলোনসোর একমাত্র প্রতিক্রিয়া ছিল, 'চলো ভিনি, ঠিক আছে।'
পরে ভিনিসিয়ুস আবার বেঞ্চে ফিরে এলেও, তা তার আগের আচরণ ঢাকতে পারেনি। ড্রেসিংরুমের ভেতরে অনেকে বলেছেন, 'ওর আচরণটা একেবারেই ঠিক হয়নি।'
সতীর্থদের কেউ কেউ মনে করছেন, ভিনিসিয়ুস দলীয় মানসিকতা ভেঙে দিচ্ছেন, এমনটা তার ক্ষেত্রে আগেও ঘটেছে, যখন আলোনসো তাকে বদলি করেছিলেন বা বেঞ্চে রেখেছিলেন।
আলোনসো ম্যাচ শেষে বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি না বললেও ইঙ্গিত দিয়েছেন, 'যে কোনো ড্রেসিংরুমেই ভিন্ন ভিন্ন চরিত্রের মানুষ থাকে। অবশ্যই ভিনির আচরণ আমার চোখে পড়েছে। আপাতত আমরা এই জয়ের আনন্দ উপভোগ করব, তারপর অবশ্যই ওর সঙ্গে বসে কথা বলব।'
এখন প্রশ্ন -ভিনিসিয়ুসকে শাস্তি দেওয়া হবে কি না? কাদেনা এসইআরের তথ্যমতে, রিয়াল মাদ্রিদ সিদ্ধান্তের ভার পুরোপুরি কোচের হাতে ছেড়ে দিয়েছে। আলোনসো যেভাবে চান, ক্লাব সেই সিদ্ধান্তকেই সমর্থন করবে। ক্লাব কর্তাদের অনেকেই ব্রাজিলিয়ানের আচরণে বিরক্ত। কেউ কেউ মনে করছেন, হয়তো তাকে কিছুটা আগেভাগেই বদলি করা হয়েছিল, তবুও ক্লাবের তৃতীয় অধিনায়ক হিসেবে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আলোনসোর সিদ্ধান্তও হঠাৎ নেওয়া ছিল না। তিনি দেখেছিলেন, ভিনিসিয়ুস ডিফেন্সে কোনো সহায়তা দিচ্ছেন না এবং প্রতিপক্ষের বল কেটে নেওয়া আটকানোর চেষ্টাও বন্ধ করেছেন। বারবার তাগাদা দেওয়ার পরও সাড়া না পেয়ে আলোনসো তাকে তুলে নেন এবং রদ্রিগোকে নামান।
তবে যা ঘটেছে, তাতে হয়তো ভিনিসিয়ুসের রিয়াল মাদ্রিদ ভবিষ্যতের মোড় ঘুরিয়ে দিতে পারে। কয়েক মাস আগে তার নতুন চুক্তি প্রায় চূড়ান্ত হয়েও থমকে গেছে। ভিনিসিয়ুস হঠাৎ বেতন বাড়ানোর দাবি তোলেন, কিন্তু ক্লাব দৃঢ় অবস্থান নেয়, দলের বেতন কাঠামো ভাঙবে না। এবার এল ক্লাসিকোর ঘটনাটি সেই আলোচনাকে আরও জটিল করে তুলেছে।
ভিনিসিয়ুসের বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। এখনো নবায়নে সই হয়নি। তার পরিকল্পনা ছিল পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া, প্রয়োজনে ২০২৭ সালে ফ্রি এজেন্ট হয়ে ক্লাব ছাড়াও পারেন। কিন্তু রিয়াল মাদ্রিদ এমন সম্ভাবনা একেবারেই মানছে না। তারা জানিয়ে দিয়েছে, যদি আগামী বছর পর্যন্ত সমাধান না হয়, তবে ভিনিসিয়ুসকে বিক্রির তালিকায় তোলা হবে।