ফোডেনের জোড়া গোলে সিটির দাপুটে জয়, ছয় গোলের রোমাঞ্চে বার্সার ড্র
ফিল ফোডেনের জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে অপরাজিত থাকল ম্যানচেস্টার সিটি। তাদের ঝলকের রাতে বেলজিয়ামে ক্লাব ব্রুজের মাঠে গিয়ে ৬ গোলের রোমাঞ্চ করা ম্যাচ ড্র করে অল্পের জন্য হার এড়িয়েছে বার্সেলোনা।
এদিকে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানও জয়ের ধারায় অটুট থেকে শীর্ষে জায়গা ধরে রেখেছ।
সিটি ৪-১ বুরশিয়া
ফিল ফোডেন দুইবার বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন, আর আর্লিং হালান্ড প্রতিযোগিতায় নিজের পঞ্চম গোলটি করেন—এর মাধ্যমে ঘরের মাঠ ইতিহাদে ডর্টমুন্ডকে উড়িয়ে দেয় সিটি।
ওয়ালডেমার অ্যান্টন ডর্টমুন্ডের হয়ে একটি গোল শোধ দেন, তবে অতিরিক্ত সময়ে রায়ান চেরকি সিটির চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করেন।
পেপ গার্দিওলার দল চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ চারে অবস্থান করছে, যা গ্রুপ পর্বের অর্ধেক পথ অতিক্রমের পর তাদের জন্য স্বস্তিদায়ক অবস্থা।
গার্দিওলা টিএনটি স্পোর্টসকে বলেন, 'আমরা ভালো অবস্থানে আছি। হয়তো লেভারকুসেনের বিপক্ষে একটা জয় এবং আরও কয়েকটি ভালো ফল আমাদের প্রথম আটে জায়গা দিতে পারে।'
ফোডেনের পারফরম্যান্সের প্রশংসা করে গার্দিওলা আরও বলেন, 'আমি বলব, সে ইতোমধ্যেই তার সেরা ফর্মে ফিরে এসেছে। আমরা সাম্প্রতিক ম্যাচগুলোতে কিছু গোল মিস করেছি, কিন্তু আজ সে দুইটি অবিশ্বাস্য গোল করেছে।'
বার্সেলোনা ৩-৩ ব্রুজ
জায়ান্টদের জয়ের রাতে বেলজিয়ামে গিয়ে ধাক্কা খেয়েছে বার্সেলোনা। ক্লাব বুর্জের বিপক্ষে ৬ গোলের ম্যাচে কোন রকমে হার এড়িয়েছে তারা। তিনবার পিছিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করে এক পয়েন্ট বাঁচিয়েছে।
ব্রুগের হয়ে কার্লোস ফরবস দুইটি গোল করেন ও একটি অ্যাসিস্ট করেন নিকোলো ট্রেসোলদির গোলে। তবে ফেরান তোরেস, ইয়ামাল গোল করে খেলায় রাখেন বার্সাকে। ৭৭ মিনিটে ক্রিস্টোস জোলিসের আত্মঘাতী গোলে রক্ষা পায় বার্সা।
বার্সার মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং বলেন, 'এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, কিন্তু আরও অনেক কিছু ভালো করতে হবে। আমরা জানি কোথায় ঘাটতি, তিন গোল খেলে জেতা কঠিন।'
জিতল ইন্টার
অন্যদিকে, ইন্টার মিলান কাজাখ ক্লাব কাইরাত আলমাটি-কে কষ্টার্জিত ২-১ গোলে হারিয়ে বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের সঙ্গে শীর্ষে উঠেছে।
লাউতারো মার্টিনেজের প্রথমার্ধের গোলের নয় মিনিট পর ওফরি আরাদ সমতায় ফেরান, তবে কার্লোস অগুস্তোর জোরালো শটে নির্ধারিত জয় এনে দেয় ইন্টারকে। এতে শেষ ষোলোয় সরাসরি জায়গা পাওয়ার সম্ভাবনা আরও জোরালো হয় তাদের।
চেলসির সংগ্রাম, নিউক্যাসলের জয়
আর্জেন্টাইন তারকা আলেহান্দ্রো গারনাচোর গোলে ২-২ ড্র করে অল্পের জন্য হার এড়ায় চেলসি, প্রতিপক্ষ ছিল আজারবাইজানের কারাবাখ।
এদিকে, ড্যান বার্নের অসাধারণ হেডে নিউক্যাসল ২-০ গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে।