কাফুর সঙ্গে ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়াও
আগামী মাসে ঢাকায় ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু আসার খবর আগেই জানা গিয়েছিল। তখনই ইঙ্গিত ছিল তার সঙ্গে আসতে পারেন আর্জেন্টাইন কিংবদন্তি ক্যানিজিয়াও। শেষ পর্যন্ত বাংলাদেশে আসছেন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার অন্যতম এই সতীর্থ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড। বিজ্ঞপ্তিতে তারা জানায়, "আসন্ন আন্তর্জাতিক ফুটবল উৎসব 'এএফবি লাতিন বাংলা সুপার কাপ ২০২৫'-এ যোগ দিতে ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও কানিজিয়া। এক বিশেষ ভিডিও বার্তায় তিনি বিষয়টি নিশ্চিত করেছেন এবং বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন।"
ভিডিও বার্তায় ক্যানিজিয়া বলেন, "হ্যালো বাংলাদেশ, আমি ক্লদিও ক্যানিজিয়া, এই আয়োজনের অংশ হতে পেরে আমি আনন্দিত। আশা করি শিগগিরই ১১ ডিসেম্বর 'এএফবি লালিন বাংলা সুপার কাপ'-এ তোমাদের সঙ্গে দেখা হবে এবং আমরা একসাথে উপভোগ করব।"
আগামী ডিসেম্বরে এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের তত্ত্বাবধানে কনমেবল ও বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল আসর 'এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ২০২৫'। ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ৫ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নেবে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলারদের দুটি দল এবং বাংলাদেশের প্রাক্তন খেলোয়াড়দের একটি বিশেষ একাদশ।
আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমডি আসাদুজ্জামান জানান, "ক্লদিও ক্যানিজিয়ার উপস্থিতি টুর্নামেন্টে এক নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের ফুটবলপ্রেমীরা তাঁকে খুব কাছ থেকে দেখার বিরল সুযোগ পাবেন।"
ক্লদিও কানিজিয়া ১৯৯০ ও ১৯৯৪ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সতীর্থ হিসেবে তিনি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় রচনা করেন।