একাদশে ফিরলেন শমিত-মোরসালিন, বেঞ্চে জামাল

By স্পোর্টস ডেস্ক
18 November 2025, 12:20 PM
UPDATED 18 November 2025, 18:28 PM

ভারতের বিপক্ষে মর্যাদার লড়াইয়ে শুরুর একাদশে ফিরেছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত সোম। তার সঙ্গে একাদশে ফিরেছেন শেখ মোরসালিনও। তবে নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার জায়গা হয়নি প্রথম একাদশে।

মঙ্গলবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

এরমধ্যেই বাছাই থেকে বাদ পড়েছে বাংলাদেশ ও ভারত দুই দলই। তবে ২২ বছর ধরে ভারতকে হারাতে পারেনি লাল-সবুজের দল। এই ম্যাচের জয়ের প্রত্যাশায় মাঠে নামবে দলটি। একাদশে জামাল ছাড়াও বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র।

চলতি বছরের প্রায় প্রতি ম্যাচেই একের পর এক ভুল করা মিতুল মারমা থাকছেন ভারতের বিপক্ষেও। গোলবারে তার উপর আস্থা রেখেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। রক্ষণভাগে তপু বর্মণ, তারিক কাজী, ও জায়ান আহমেদের সঙ্গে আছেন সাদউদ্দিনও।

মাঝমাথে হামজা চৌধুরী ও শমিতের সঙ্গে খেলবেন সোহেল রানা সিনিয়র ও মোরসালিন। আক্রমণভাগে রাকিব হোসেনের সঙ্গে রয়েছেন ফয়সাল হোসেন ফাহিম।

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ:

মিতুল মারমা; তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন; হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম, শেখ মোরসালিন; রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম।