চেলসির বিপক্ষে পেদ্রিকে পাচ্ছে না বার্সা

By স্পোর্টস ডেস্ক
24 November 2025, 12:05 PM

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বার্সেলোনা দলে যেমন দারুণ খবর যেমন আছে, তেমনি আছে দুঃসংবাদও। সবশেষ অনুশীলন সেশন শেষে নিশ্চিত হয়েছে, চেলসির বিপক্ষে বার্সেলোনা পাচ্ছে না তাদের মাঝ মাঠের প্রাণভোমরা পেদ্রিকে।

সোমবার সিআউতাত এসপোর্তিভা জোয়ান গাম্পারে দলের শেষ সেশনে আবারও আলাদা করে অনুশীলন করেছেন এই কানারি মিডফিল্ডার, দলের সঙ্গে যোগ দিতে পারেননি। অক্টোবরের শেষ দিকে সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা ক্লাসিকোয় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকেই বাইরে আছেন পেদ্রি।

বর্তমানে পেদ্রি পুনর্বাসনের শেষ ধাপে থাকলেও কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না বার্সা কোচিং স্টাফ। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে তাকে তাড়াহুড়া করে নামানোকে ঝুঁকিপূর্ণ হিসেবেই দেখছে ক্লাব।

তবে দলে আছে স্বস্তির খবরও। হান্সি ফ্লিক ফিরে পাচ্ছেন দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় মার্কাস রাশফোর্ড ও ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে। ফ্লু–জনিত অসুস্থতার কারণে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লিগ ম্যাচ মিস করা রাশফোর্ড আবারও পুরো সেশন অনুশীলন করেছেন। আর লিগে নিষেধাজ্ঞা কাটিয়ে ডি ইয়ংও ফিরেছেন পুরো ফিট হয়ে। মাঝমাঠে লন্ডনের ম্যাচে তিনি হবেন দলের প্রধান ভরসাগুলোর একজন।

এছাড়া বিলবাও ম্যাচে হাফটাইমে বদলি হওয়া আলেহান্দ্রো বালদেও এখন পুরোপুরি প্রস্তুত।

এই মৌসুমে বার্সার প্রতিষ্ঠিত রুটিন বজায় রেখেছেন ফ্লিক। সকালে বার্সেলোনায় অনুশীলন, এরপর দুপুরে যাত্রা। আজ স্থানীয় সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে উড়াল দেবে দল। সন্ধ্যায় স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচ, পূর্ব সংবাদ সম্মেলনে মুখোমুখি হবেন ফ্লিক ও দলে সদ্য ফেরা রাফিনিয়া।