মৌসুমের প্রথম 'ক্লাসিকো'তে মোহামেডানের দুর্দান্ত জয়
বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) মৌসুমের প্রথম 'ক্লাসিকো'তেই জমজমাট লড়াই। দুই ঐতিহ্যবাহী দল আবাহনী ও মোহামেডানের ম্যাচটি শুরুতে যেন মনে হয়েছিল এক পেশেই হতে যাচ্ছে। সাদা-কালো তিন গোলে এগিয়ে গেলেও পরে দুটি গোল শোধ করে ম্যাচ জমিয়ে দিয়েছিল আবাহনী।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সোমবার আবাহনী লিমিটেডকে ৩-২ গোলের ব্যবধানে জয় তুলে নেয় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সাদা-কালোরা। ২০ মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা করে বাড়ানো মোজাফফর মোজাফফরভের পাস অনেকটাই ফাঁকায় বল পেয়ে যান রহিম উদ্দিন। নির্দ্বিধায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।
৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ঘানার ফরোয়ার্ড ইমানুয়েল কেকে। মোজাফফরের কর্নার থেকে উড়ে আসা বল মাথায় ছুঁইয়ে জালে জড়ান তিনি। বিরতির আগেই দুই গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।
দ্বিতীয়ার্ধেও শক্ত অবস্থান ধরে রাখে চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে জাহিদ হাসানের নিখুঁত ক্রস থেকে সুন্দর হেডে দলকে তৃতীয় গোল উপহার দেন স্যামুয়েল বোয়েটেং। ৩-০ তে এগিয়ে গিয়ে সাদা-কালোরা তখন বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত দিচ্ছিল।
তবে হাল ছাড়েনি আবাহনী। ৭২ মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে বক্সের বাইরে থেকেই দারুণ শটে ব্যবধান কমান পাপন সিং। এরপর ৭৮ মিনিটে আল-আমিনের ক্রস মোহামেডানের রক্ষণে লেগে দিক পাল্টালে সেই বল থেকে গোল করেন শেখ মোরসালিন। স্কোরলাইন দাঁড়ায় ৩-২, ম্যাচে ফেরার স্বপ্ন তখন জেগেছিল আকাশী-হলুদদের। তবে শেষ পর্যন্ত আর গোল খুঁজে পাওয়া হয়নি।
প্রিমিয়ার লিগে দুই ঐতিহ্যবাহী দলের সবশেষ ৭ সাক্ষাতে মোহামেডানের বিপক্ষে তৃতীয়বার হার দেখল আবাহনী। গত মৌসুমেও দুই দলের দ্বৈরথে একটি ম্যাচে জিতেছিল মোহামেডান, আরেকটি হয়েছিল গোলশূন্য ড্র। ২০২২-২৩ মৌসুমে প্রথম ম্যাচে মোহামেডানকে হারালেও এরপর টানা ছয় ম্যাচেও জয়ের মুখ দেখেনি আকাশী-হলুদরা।
চলতি মৌসুমে তিন ম্যাচ শেষে একটি জয়, একটি ড্র ও একটি হারে মোহামেডানের পয়েন্ট ৪। সমান তিন ম্যাচে আবাহনীর সংগ্রহ কেবল ১ পয়েন্ট।