অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে বিপাকে রিয়াল

By স্পোর্টস ডেস্ক
26 November 2025, 04:36 AM

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসের মুখোমুখি হওয়ার আগে স্বস্তিতে নেই রিয়াল মাদ্রিদ। আগে থেকেই চোটে জর্জরিত স্প্যানিশ পরাশক্তিদের শিবিরে এবার লেগেছে জোড়া আঘাত। মাঠের বাইরে ছিটকে গেছেন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া ও তরুণ ডিফেন্ডার ডিন হাউসেন।

মঙ্গলবার এক বিবৃতিতে কোর্তোয়ার শারীরিক অসুস্থতার খবর নিশ্চিত করেছে রিয়াল। তিনি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ভাইরাসের সংক্রমণে (পেটের ফ্লু) ভুগছেন। তার অনুপস্থিতিতে গোলপোস্টের নিচে সম্ভবত দাঁড়াবেন আন্দ্রিই লুনিন। চলমান ২০২৫-২৬ মৌসুমে রিয়ালের হয়ে এখনও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ইউক্রেনিয়ান গোলরক্ষক।

হাউসেনের বিষয়ে কিছু জানায়নি লস ব্লাঙ্কোরা। তবে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২০ সদস্যের স্কোয়াডে নেই তার নাম। স্প্যানিশ গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হাঁটুর চোটে ভুগছেন তিনি।

চোট ও অসুস্থতা মিলিয়ে মোট সাত ফুটবলারকে পাচ্ছেন না রিয়ালের কোচ জাবি আলোনসো। চোটের কারণে লম্বা সময় ধরেই মাঠের বাইরে আছেন দানি কারভাহাল ও অ্যান্টোনিও রুডিগার। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে সেই তালিকায় যোগ হয়েছেন দাভিদ আলাবা ও এদার মিলিতাও। মাঝে ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোও পড়েছেন চোটের কবলে।

আলোনসোর হাতে বিশেষজ্ঞ সেন্টার-ব্যাক আছেন কেবল একজন— রাউল আসেনসিও। তার সঙ্গী হিসেবে লেফট-ব্যাক আলভারো কারেরাস কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনিকে দেখা যেতে পারে।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় অলিম্পিয়াকোসের মাঠে নামবে রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে খেলা আগের চার ম্যাচের তিনটিতে জিতেছে তারা। সবশেষ ম্যাচে ইংলিশ ক্লাব লিভারপুলের কাছে হেরেছে ১-০ গোলে। এরপর লা লিগায় রায়ো ভায়েকানো ও এলচের সঙ্গে ড্র করেছে দলটি। অর্থাৎ সব প্রতিযোগিতা টানা তিন ম্যাচে জয়হীন তারা।

রিয়ালের স্কোয়াড:

গোলরক্ষক: আন্দ্রিই লুনিন, ফ্রান গঞ্জালেজ, হাভি নাভারো
ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, রাউল আসেনসিও, আলভারো কারেরাস, ফ্রান গার্সিয়া, ফেরলঁ মন্দি
মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদেরিকো ভালভার্দে, অরেলিয়াঁ চুয়ামেনি, আর্দা গুলের, দানি সেবায়োস
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র, এন্দ্রিক, কিলিয়ান এমবাপে, রদ্রিগো, গঞ্জালো গার্সিয়া ও ব্রাহিম দিয়াজ।