ম্যানসিটি ম্যাচের আগে অনুশীলনে নেই এমবাপে
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়াল মাদ্রিদ শিবিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে শেষ প্রস্তুতি সেশনে সতীর্থদের সঙ্গে অনুশীলন করতে পারেননি। ফলে তার ম্যাচে অংশগ্রহণ এখন বড় ধরনের অনিশ্চয়তায় ঘেরা।
একই সেশনে অনুশীলন করেননি এদুয়ার্দো কামাভিঙ্গাও। যদিও সান মামেসে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে টাখিলের চোটে তার অনুপস্থিতি প্রত্যাশিতই ছিল। তবে এমন গুরুত্বপূর্ণ সময়ে একসঙ্গে দুই মূল খেলোয়াড়কে হারানো জাবি আলোনসোর জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।
এমবাপে বর্তমানে ভুগছেন ভাঙা আঙুল এবং বাঁ পায়ের পেশিতে অস্বস্তির কারণে। এই ইনজুরিই তাকে দলীয় অনুশীলন থেকে দূরে রেখেছে। ম্যাচের আগে তার মাঠে নামা পুরোপুরি নির্ভর করছে শেষ মুহূর্তে তার শারীরিক অবস্থার ওপর। রিয়াল মাদ্রিদের কোচিং স্টাফ এখনো তাকে স্কোয়াডে রাখার বিষয়টি বাতিল করেনি।
তবে ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের বরাতে মাদ্রিদভিত্তিক সংবাদমাধ্যম মার্কা ইতোমধ্যে জানিয়েছে, এমবাপের খেলা নিয়ে সন্দেহ রয়েছে। আর খেলতে পারলেও তাকে সীমিত অবস্থায় খেলতে হবে। এই সীমাবদ্ধতা ম্যাচ পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে, যা আলোনসোর দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।
ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই পাচ্ছে না দানি কার্ভাহাল, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ডিন হুইজসেন, এদের মিলিতাও, ডেভিড আলাবা, ফেরলান্দ মেন্ডি ও কামাভিঙ্গাকে। মোট সাতজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সঙ্গে এমবাপের অনিশ্চয়তা দলকে আরও কঠিন অবস্থায় ফেলে দিয়েছে ঠিক সেই মুহূর্তে, যখন আলোনসোর নেতৃত্বাধীন প্রকল্পটি সবচেয়ে বেশি স্থিতি ও ধারাবাহিকতা প্রয়োজন করছে।
এই সংকট সামলাতে জাবি আলোনসো দলে যুক্ত করেছেন তিনজন একাডেমি খেলোয়াড়কে -ভালদেপেনাস, জোয়ান মার্তিনেজ ও সেস্তেরোকে। বিশেষ করে লা লিগায় যেখানে পরিস্থিতি আরও জটিল, সেখানে অন্তত তাদের খেলার সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করা হচ্ছে।