এমবাপেকে নিয়ে ঝুঁকি নিলেন আলোনসো

By স্পোর্টস ডেস্ক
10 December 2025, 13:44 PM

চ্যাম্পিয়ন্স লিগের মহারণে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দলে কিলিয়ান এমবাপেকে রেখেছেন রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো। হাঁটুর ইনজুরিতে ভুগলেও ফরাসি ফরোয়ার্ডকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করে বড় ধরনের ঝুঁকি নিয়েছেন এই স্প্যানিশ কোচ।

স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী আলোনসোর চাকরিই এখন ঝুলছে অনিশ্চয়তার দোলাচলে। ম্যানচেস্টার সিটির কাছে হারলেই ছাঁটাই হতে পারেন তিনি। যে কারণেই হয়তো এমন ম্যাচে নিজের সেরা অস্ত্র হাতছাড়া করতে রাজি নন এই কোচ।

এমবাপের শারীরিক অবস্থা নিয়ে রিয়ালের মেডিকেল টিম তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, তিনি দলের সঙ্গে ভ্রমণ করবেন। তবে তিনি কি মূল একাদশে থাকবেন, নাকি আক্রমণের গোপন অস্ত্র হিসেবে বেঞ্চ থেকে ব্যবহার করা হবে, সে সিদ্ধান্ত ম্যাচের আগ মুহূর্তে নেবেন আলোনসো।

এ ছাড়া স্কোয়াডে বড় কোন পরিবর্তন নেই। মূলত রিয়ালের সংকট ঘনীভূত হয়েছে সাতজন খেলোয়াড় অনুপস্থিত থাকায়, যাদের মধ্যে ছয়জনই ডিফেন্ডার। ফলে সমাধান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তিন যুবদল খেলোয়াড় ভালদে, সেতেরো ও হুয়ান মার্তিনেজকে।