শ্রীলঙ্কার বিপক্ষেও বড় জয় বাংলাদেশের

By স্পোর্টস ডেস্ক
26 November 2025, 11:20 AM

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। তিমুর-লেস্টে ও ব্রুনাইয়ের বিপক্ষে বড় জয়ের পর শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিয়েছে তারা। টানা তিন ম্যাচে গোল-বন্যা দেখিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব স্পষ্ট করল দলটি।

বুধবার চীনে অনুষ্ঠিত গ্রুপ 'এ'–র তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল–সবুজের কিশোররা। এর আগে তিমুর-লেস্টেকে ৫-০ এবং ব্রুনাইকে ৮-০ গোলে হারিয়ে শক্ত অবস্থানে ছিল বাংলাদেশ।

ম্যাচের ২৪তম মিনিটে ডিফেন্ডার ইকরামুল ইসলামের হেড থেকে আসে প্রথম গোল। মোহাম্মদ আরিফের নিখুঁত ক্রস ধরে শক্তিশালী হেডে দলকে এগিয়ে নেন তিনি। পাঁচ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ হয়। ওপু রহমানের বুদ্ধিদীপ্ত পাস ধরে মোহাম্মদ মণিক দারুণ নিয়ন্ত্রণে বল ধরে নিখুঁত ফিনিশ করেন।

বিরতির পরও আক্রমণ থামায়নি বাংলাদেশ। অদম্য প্রেসিংয়ের ফল আসে ৬৪তম মিনিটে। রিফাত কাজীর থ্রু বলে এগিয়ে যান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ডিফেন্ডার কাটিয়ে শান্তভাবে বল জালে পাঠিয়ে দলকে ৩-০ তে এগিয়ে দেন তিনি। শেষ দিকে আক্রমণ আরও তীব্র হয়, আর ইনজুরি টাইমে আসে আরও দুই গোল।

৯০তম মিনিটে বায়েজিদ বোস্তামী দূরপাল্লার এক চমৎকার শটে শ্রীলঙ্কার গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান ৪-০ করেন। পরের মিনিটেই ফয়সাল দারুণ হাফ-ভলিতে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন, নিশ্চিত করেন ৫-০–এর বড় জয়।

তিন ম্যাচে তিন জয়ে এবং টানা গোল বর্ষণে গ্রুপে শক্ত অবস্থান ধরে রাখল বাংলাদেশ। এখন শুক্রবার বাহরাইনের বিপক্ষে শেষ ম্যাচে চোখ তরুণদের, যেখানে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে প্রস্তুত লাল–সবুজরা।