মালয়েশিয়ার কাছে হারল বাংলাদেশ

By স্পোর্টস ডেস্ক
26 November 2025, 15:22 PM

১২ বছর পর ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফিরল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচটিতে প্রত্যাশিত ফলাফল আসেনি। ইনফিনিক্স ট্রাই-নেশন সিরিজের উদ্বোধনী খেলায় মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হেরে মাঠ ছাড়তে হলো ঋতুপর্ণা-রুপনাদের।

ম্যাচের ২৯তম মিনিটেই ঘটে সিদ্ধান্ত নির্ধারণী মুহূর্ত। সেন্টার-ব্যাক কোহাতি কিস্কুর ভুল পাস এবং হাই লাইন ডিফেন্সের দুর্বল সমন্বয় কাজে লাগিয়ে নুর আনিসিয়া মুহূর্তেই দখল নেন বলের নিয়ন্ত্রণ। নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে মালয়েশিয়াকে এগিয়ে নেন তিনি, যা পরিণত হয় জয়সূচক গোলে।

গত মাসে থাইল্যান্ডের বিপক্ষে টানা দুটি বড় হার। এবার মালয়েশিয়ার কাছে পরাজয়, ফলে টানা তিন ম্যাচে হারের তেতো স্বাদ পেয়ে গেল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই আগামী দিনগুলোর কৌশল, খেলোয়াড় ব্যবস্থাপনা এবং পারফরম্যান্স নিয়ে ভাবনায় পড়তে হবে কোচিং স্টাফকে।

এদিন ৪-৫-১ ফরমেশনে মাঠে নামে বাংলাদেশ। যেখানে সুলতানা খাতুন ছিলেন একমাত্র স্ট্রাইকার, উইংয়ে ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র, মাঝমাঠে মনিকা চাকমা, মারিয়া মান্ডা ও মুনকি আক্তার, ডিফেন্সে আফঈদা খন্দকার, কোহাতি কিস্কু, শিউলি আজিম ও শামসুন্নাহার জুনিয়র এবং গোলপোস্টে ছিলেন রুপনা চাকমা।

বল দখলে বেশ এগিয়েই ছিল বাংলাদেশ। কিন্তু মালয়েশিয়ার রক্ষণভাগ ছিল সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ। উইং দিয়ে আক্রমণ গড়া হলেও গোলের মতো সুযোগ খুব কমই তৈরি করতে পেরেছে স্বাগতিকেরা। তবে এরমধ্যেই বেশ কয়েকটি সুযোগ এলে তা কাজে লাগাতে পারেনি ফরোয়ার্ডরা।

৬৮তম মিনিটে ম্যাচ সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ তৈরি করেন দেন ঋতু। বদলি হিসেবে নামা সাগরিকার সঙ্গে ওয়ান-টু পাসে দারুণ ভেদ তৈরি করেছিলেন তিনি। নিখুঁত ক্রসে পাওয়ার মতো হেডের সুযোগ পান সাগরিকা। কিন্তু গোলরক্ষকের হাতে বল তুলে দিয়ে সুযোগ নষ্ট হয়, হাহাকার বাড়ে গ্যালারিতে।

স্টপেজ টাইমে রূপনার দুর্দান্ত সেভে ব্যবধান আর না বাড়লেও, হার এড়াতে পারেনি বাংলাদেশ।

আগামী মঙ্গলবার আজারবাইজানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।