আর্সেনালের বিপক্ষে বর্ণবাদী আচরণে জরিমানা অ্যাতলেতিকোর
আর্সেনালের বিপক্ষে গত মাসে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগ ম্যাচে সমর্থকদের বর্ণবাদী ও বৈষম্যমূলক আচরণের দায়ে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। পাশাপাশি ক্লাবটির সমর্থকদের জন্য এক ম্যাচের অ্যাওয়ে ব্যান স্থগিতাদেশসহ সতর্কতা জারি করা হয়েছে।
লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অ্যাতলেতিকো ৪–০ গোলে হারার সেই ম্যাচে কিছু সমর্থকের বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে। তদন্ত শেষে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা শাস্তির সিদ্ধান্ত জানায়। এছাড়া ম্যাচ চলাকালীন দর্শকসারিতে কিছু সমর্থক মাঠে বস্তু নিক্ষেপ করায় ক্লাবকে আরও ১০ হাজার ইউরো অতিরিক্ত জরিমানাও করা হয়েছে।
সমর্থকদের অ্যাওয়ে ম্যাচে টিকিট বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সময়ে আবারও এমন ঘটনা ঘটলে সরাসরি শাস্তি কার্যকর হবে বলে জানিয়েছে উয়েফা।
ডিসেম্বর ১০ তারিখে ডাচ ক্লাব পিএসভি আইন্দোহোভেনের মাঠে ফিরবে অ্যাতলেতিকো। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা তালিকার ১২তম স্থানে রয়েছে।