পেরেজের অভিযোগ প্রত্যাখ্যান লাপোর্তার: ‘বার্সেলোনা কখনও কোনো রেফারিকে ঘুষ দেয়নি’

By স্পোর্টস ডেস্ক
29 November 2025, 05:25 AM

স্পেনের দুই বড় ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে উত্তেজনা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বার্সার সভাপতি হোয়ান লাপোর্তা এবার রিয়ালের তোলা সাম্প্রতিক অভিযোগগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। লাপোর্তা জোর দিয়ে বলেছেন, বার্সা কখনও কোনো রেফারিকে ঘুষ দেয়নি।

অ্যান্ডোরায় একটি বই প্রকাশের অনুষ্ঠানে কথা বলার সময় রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের মন্তব্যের জবাব দিয়েছেন লাপোর্তা।

সম্প্রতি রিয়ালের সাধারণ পরিষদের সভায় বার্সেলোনার পক্ষ থেকে স্পেনের ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) রেফারি কমিটির প্রাক্তন সহ-সভাপতি জোসে মারিয়া এনরিকেজ নেগ্রেইরাকে অর্থ প্রদানের ঘটনাটিকে 'অস্বাভাবিক' বলে মন্তব্য করেন পেরেজ। তিনি আরও ইঙ্গিত দেন, রেফারিদের সিদ্ধান্তে রিয়ালের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করা হয়েছিল।

বার্সা ও নেগ্রেইরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের  প্রসঙ্গ বারবার উত্থাপন করার পাল্টা জবাব হিসেবে রিয়ালের সমালোচনা করেছেন লাপোর্তা। তিনি অভিযোগ করেছেন যে, নিজেদের বক্তব্যকে সঠিক প্রমাণ করতে বার্সেলোনাকে অযথা আলোচনার কেন্দ্রে টেনে আনছে রিয়াল। বার্সার সভাপতি আবারও বলেছেন, নেগ্রেইরাকে ওই অর্থ ম্যাচ অফিসিয়ালদের প্রভাবিত করার জন্য দেওয়া হয়নি, বরং এটি ছিল পরামর্শ ও প্রযুক্তিগত মূল্যায়নের পরিষেবার অংশ।

লাপোর্তা বলেছেন, 'নেগ্রেইরা-মামলার আইনি প্রক্রিয়ার প্রতিটি ধাপে রিয়ালের লোকজন উপস্থিত থাকে এবং তারা এটিকে চুইংগামের মতো টেনে নিয়ে যাচ্ছে, কারণ তারা জানে যে এর মধ্যে কিছুই নেই। বার্সা কখনও কোনো রেফারিকে ঘুষ দেয়নি।'

রেফারিদের প্রভাবিত করার ইস্যুতে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি বল রিয়ালের কোর্টে ঠেলে দিয়েছেন বার্সার সভাপতি। তিনি দাবি করেছেন, এলচের বিপক্ষে লা লিগার সবশেষ ম্যাচে রিয়ালের দুটি গোল বাতিল করা উচিত ছিল—একটি জুড বেলিংহ্যামের সম্ভাব্য হ্যান্ডবলের কারণে এবং অন্যটি ভিনিসিয়ুস জুনিয়রের দ্বারা  গোলরক্ষক ইনাকি পেনিয়ার ফাউলের শিকার হওয়ার অভিযোগের কারণে।

লাপোর্তা পুরো বিরোধটিকে এভাবে ব্যাখ্যা করেছেন যে, ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে বার্সেলোনার অর্জিত সাফল্যের কারণে রিয়ালের অস্বস্তি থেকে এটি সৃষ্টি হয়েছে।

লা লিগা সভাপতি হাভিয়ের তেবাসের সঙ্গে রিয়ালের চলমান দ্বন্দ্বের বিষয়েও কথা বলেছেন লাপোর্তা। তেবাসের সঙ্গে তার নিজের সম্পর্কের উত্থান-পতন থাকলেও, বার্সার সভাপতি এটিকে স্বাভাবিক হিসেবে বর্ণনা করেছেন এবং তেবাসকে সরিয়ে দেওয়ার জন্য মাদ্রিদের প্রচেষ্টার সমালোচনা করেছেন।

লাপোর্তা বলেছেন, 'মাদ্রিদ তেবাসকে পদ থেকে সরিয়ে দিতে বদ্ধপরিকর। আর এটা ভালো খবর নয়।'