লড়াই করেও আজারবাইজানের কাছে হারল বাংলাদেশ
ইনফিনিক্স ত্রিদেশীয় নারী ফুটবল টুর্নামেন্টের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় দল ২-১ গোলে হেরেছে আজারবাইজানের কাছে। মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এই জয়ের মাধ্যমে শতভাগ সাফল্য নিয়ে শিরোপা নিশ্চিত করেছে ইউরোপের দলটি।
আগের ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে পরাজিত হওয়া পিটার বাটলারের শিষ্যরা এই ম্যাচে তুলনামূলক ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা আজারবাইজানের বিপক্ষে শুরুতে গোল হজম করার পরও তারা দৃঢ়তা ও রক্ষণে শৃঙ্খলা দেখিয়ে সমতায় ফেরে। যদিও শেষরক্ষা হয়নি, সিরিজের দুটি ম্যাচই হারের তেতো স্বাদ নিতে হয়েছে তাদের।
ম্যাচের ২০তম মিনিটে ডানদিক থেকে মানিয়া ইসরা ক্রস থেকে গোল করে এগিয়ে যায় আজারবাইজান। জাফরজাদে সেভিনি হেড করে স্বাগতিকদের গোলরক্ষক রূপনা চাকমাকে পরাস্ত করেন। তবে বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়ায় এবং ৩২তম মিনিটে একটি সুবর্ণ সুযোগ তৈরি করে। ঋতুপর্ণা চাকমার পাস থেকে বল পান বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে যাওয়া মনিকা চাকমা। কিন্তু তার প্লেসিং শটটি আজারবাইজানের গোলরক্ষক শরিফোভা আয়তাজ কর্নারের বিনিময়ে রক্ষা করেন।
দুই মিনিট পর সেই কর্নার থেকেই বাংলাদেশ সমতায় ফেরে। স্বপ্না রানীর কর্নার কিক আয়তাজ পাঞ্চ করে দূরে সরিয়ে দিলেও বল এসে পড়ে মারিয়া মান্ডার কাছে। মারিয়া বাম পায়ের এক দুর্দান্ত ভলিতে হাওয়ায় ভাসিয়ে বল পাঠিয়ে দেন জালে, স্কোরলাইন দাঁড়ায় ১-১।
৪১তম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে সেফাদিনোভা ভুসালার একটি প্রচেষ্টা অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে চলে গেলে আজারবাইজান লিড নিতে পারেনি। বাংলাদেশ বড় বাঁচা বেঁচে যায়, কারণ তখন রূপনা বেশ অসহায় অবস্থায় ছিলেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়রের বদলে সুলতানা খাতুন ও উমেলা মারমাকে মাঠে নামান কোচ বাটলার। তবে স্বাগতিকরা ধীরে ধীরে ক্লান্ত হতে শুরু করায় আজারবাইজান খেলার নিয়ন্ত্রণ নিতে থাকে। তাদের চাপ ধরে রাখা শেষ পর্যন্ত সফল হয়। ৮৩তম মিনিটে ইসরা দ্বিতীয়বারের মতো লক্ষ্যভেদ করে আজারবাইজানের জয় নিশ্চিত করেন। আগের ম্যাচে তারা মালয়েশিয়াকে হারিয়েছিল ২-০ গোলে।
বাংলাদেশ এই সিরিজ শেষ করেছে খালি হাতে। শেষ ম্যাচে অন্তত একটি পয়েন্ট নিশ্চিত করার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা সঙ্গী হয়েছে তাদের।