চলতি বছর আর মাঠে নামতে পারবেন না ওলমো
অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচে দানি ওলমোর দুর্দান্ত গোলেই ম্যাচে ফিরেছিল বার্সেলোনা। বক্সের ভেতরে লেভানদোভস্কির দারুণ টাচে বল পেয়ে ওলমো বাঁ পায়ে নিচু শটে ইয়ান অবলাককে পরাস্ত করেন। তবে গোলটির মুহূর্তেই ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে বাজেভাবে আঘাত পান তিনি। সেই পড়া থেকেই তার বাঁ কাঁধে আবারও জায়গা-চ্যুত হয়ে গুরুতর চোট লাগে।
মাঠেই মেডিকেল টিম সাহায্য করে বাইরে নিয়ে যায় ওলমোকে। পরবর্তীতে ড্রেসিংরুমে দলীয় চিকিৎসক রিকার্দ প্রুনা কাঁধের ডিসলোকেশন ঠিক করেন। ম্যাচ শেষে কোচ হ্যান্সি ফ্লিক বলেন, 'তার কাঁধে সমস্যা হয়েছে, কাল পরীক্ষা করার পর জানা যাবে।'
তবে ক্লাব সূত্রে জানা গেছে, তার ফেরার সম্ভাবনা জানুয়ারির আগে নেই। অর্থাৎ কার্যত ২০২৬ সালেই ফিরতে পারেন এই ফরোয়ার্ড।
মঙ্গলবার রাতে অ্যাতলেতিকোর বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়ার ম্যাচে ২০ মিনিট না যেতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। তবে কিছুক্ষণ পরই সমতা ফেরান রাফিনিয়া। তবে প্রথমার্ধেই লিড পেতে পারতো বার্সা। স্পটকিক বারপোস্টের উপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন লেভানদোভস্কি।
তবে ঘণ্টা পার হতেই ম্যাচে এগিয়ে যায় বার্সেলোনা। লেভানদোভস্কি পেনাল্টি মিস করলেও ওলমোর সঙ্গে দারুণ জুটি গড়ে এগিয়ে যেতে সহায়তা করেন। তার পাস থেকে দারুণ এক কোণাকোণি শটে লক্ষ্যভেদ করেন ওলমো। কিন্তু গোলের ঠিক পরেই ঘটে বিপত্তি।
এর আগেও আরবি লাইপজিগে খেলার সময় একই বাঁ কাঁধে চোট পেয়ে অস্ত্রোপচার করাতে হয়েছিল ওলমোকে। চোট পাওয়ার সাথে সাথেই ফ্লিক তাকে তুলে নিয়ে ফেরান তোরেসকে মাঠে নামান, আর লেভানদোভস্কির বদলে মার্কাস র্যাশফোর্ডকে দলে আনা হয়।