মেসির সঙ্গে দেখা করলেন শাহরুখ খান

By স্পোর্টস ডেস্ক
13 December 2025, 07:41 AM

ভারতে লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত সফর শুরু হলো কলকাতা দিয়ে। শুক্রবার 'গোট ট্যুর ইন্ডিয়া ২০২৫'-এর প্রথম দিনেই এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো ভক্তরা। আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির সঙ্গে দেখা করলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।

দুই ভুবনের এই দুই তারকার মিলন মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে, উচ্ছ্বসিত করে তোলে ফুটবল ও সিনেমাপ্রেমী দুই ভিন্ন জগতের ভক্তদের।

একটি বন্ধ দরজার অনুষ্ঠানে মেসির সঙ্গে উপস্থিত ছিলেন তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রোদ্রিগো দে পল। সেখানে আয়োজক ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শাহরুখ খানের সঙ্গে উষ্ণ করমর্দন ও সৌজন্য বিনিময় করেন মেসি। অনুষ্ঠানের ছবি ও ভিডিও দ্রুতই ভাইরাল হয়ে যায়, যা 'গোট ট্যুর'-এর প্রথম দিনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে ওঠে।

বর্তমানে কলকাতা পর্বের নানা আয়োজন চলছে। দিনভর বিভিন্ন কর্মসূচির পাশাপাশি উৎসবের অংশ হিসেবে সল্টলেক স্টেডিয়ামের কাছে স্থাপন করা হয়েছে মেসির ৭০ ফুট উচ্চতার লোহার ভাস্কর্য। সকাল থেকেই সেই ভাস্কর্যকে ঘিরে বিপুল সংখ্যক ভক্তের ভিড় জমেছে।

তবে নিরাপত্তা ও লজিস্টিক ব্যবস্থাপনার কারণে মেসি সরাসরি উপস্থিত থেকে ভাস্কর্যর উদ্বোধন করবেন না বলে জানিয়েছে আয়োজক ও রাজ্য প্রশাসন। পরিবর্তে আজই ভার্চুয়ালি ভাস্কর্যর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে বিশ্বকাপজয়ী এই অধিনায়কের। ভাস্কর্যকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি এখনো চলমান, ভক্তদের ঢলও থামেনি।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় পর ভারতে এলেন লিওনেল মেসি। কলকাতার পর 'গোট ট্যুর'-এর অংশ হিসেবে আগামী কয়েক দিনে ভারতের আরও কয়েকটি শহরে যাওয়ার কথা রয়েছে তার। ফুটবলপ্রেমী দেশের জন্য এই সফর যে স্মরণীয় হয়ে থাকবে, তা বলাই বাহুল্য।