নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে সান্তোস

By স্পোর্টস ডেস্ক
1 January 2026, 13:24 PM

২০২৬ সালের শেষ পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে সান্তোস। আলোচনা সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার পেলের সাবেক ক্লাব সান্তোস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করে। সেখানে ভিলা বেলমিরো স্টেডিয়ামের আকাশচিত্রের সঙ্গে দেখা যায় ২০২৬ সালের ৩১ ডিসেম্বর তারিখ এবং লেখা ছিল, 'সময় আসছে।' ভিডিওতে নেইমারের নাম উল্লেখ না করা হলেও, তার আগের চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল।

শৈশবের ক্লাবে ফিরে নেইমারের প্রথম মৌসুম ইনজুরির কারণে ব্যাহত হয়। তবে ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড চারটি গোল করেন। তার অবদানেই মৌসুমের শেষ দিনে টানা তিন ম্যাচ জিতে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে আসে সান্তোস।

মৌসুম শেষে বাঁ হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিসকাস ঠিক করতে অস্ত্রোপচার করান নেইমার। গত ২২ ডিসেম্বর সান্তোস জানায়, ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক এই অস্ত্রোপচারটি করেন এবং তা সফল হয়েছে।

এর আগে বার্সেলোনা, পিএসজি ও সৌদি আরবের আল-হিলালের হয়ে খেলেছেন নেইমার। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৭৯ গোল করে তিনি দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা, কিংবদন্তি পেলের চেয়ে দুই গোল বেশি।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পাওয়ার পর থেকে আর জাতীয় দলের হয়ে মাঠে নামেননি তিনি।