বার্সেলোনা থেকে রাশফোর্ডকে ফেরাতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডে রুবেন আমোরির ছাঁটাইয়ে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার পথ খুলতে পারে মার্কাস রাশফোর্ডের। বর্তমানে বার্সেলোনায় ধারে খেলছেন ইংল্যান্ড তারকা ফরোয়ার্ড, তবে ইউনাইটেডের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৮ সাল পর্যন্ত। ফলে কোচিং পরিবর্তনে রাশফোর্ডের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনার সুযোগ তৈরি হয়েছে বলে গুঞ্জন বৃটিশ গণমাধ্যমে।
গত বছরের ফেব্রুয়ারিতে আমোরির অধীনে দল থেকে বাদ পড়ার পর রাশফোর্ডকে ধারে অ্যাস্টন ভিলায় পাঠানোর সিদ্ধান্ত নেয় ইউনাইটেড। যদিও ২০২৪ সালের নভেম্বরেই আমোরির সময়ে প্রথম গোলটি করেছিলেন রাশফোর্ড। ছয় ম্যাচে মোট তিনটি গোলও করেন তিনি। কিন্তু এরপর দ্রুতই কোচের আস্থা হারান ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
ভিলায় গিয়ে নিজের পুরোনো ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন রাশফোর্ড। মৌসুম শেষে ১৭ ম্যাচে ১০টি গোল অবদানে (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবু গ্রীষ্মে তাকে বার্সেলোনায় ধারে যেতে বাধা দেয়নি ইউনাইটেড। কাতালান ক্লাবেই থাকতে চান, এমন ইচ্ছার কথাও প্রকাশ্যে বলেছেন রাশফোর্ড। তবে ইউনাইটেডে আমোরির অধ্যায় শেষ হওয়ায় তার ভবিষ্যৎ ভাবনায় পরিবর্তন আসতে পারে বলেই ধারণা করা হচ্ছে।
রাশফোর্ডের জন্য গত বছরটি ছিল ঘটনাবহুল। ২০২৪ সালের ডিসেম্বরে নতুন কোচের অধীনে দল থেকে বাদ পড়ার পরই তাকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। সে সময় আমোরি বলেছিলেন,
'রাশফোর্ড থাকলে আমাদের দল আরও অনেক ভালো হতে পারে। কিন্তু তাকে বদলাতে হবে। যদি সে বদলায়, তাহলে রাশফোর্ডের মতো প্রতিভাকে দলে নেওয়ার জন্য আমরা সব সময়ই প্রস্তুত এবং আমাদের সেটি দরকার।'
একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, বিষয়টি ব্যক্তিগত নয়। 'এটা ব্যক্তিগত কিছু নয়। মার্কাসের বিরুদ্ধে আমার কিছু নেই। সবার জন্য একই নিয়ম প্রযোজ্য, আমার কাছে বিষয়টি খুবই সহজ,' বলেছিলেন আমোরি।