প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে নেই বাংলাদেশ

By ক্রীড়া প্রতিবেদক
25 April 2025, 15:54 PM

ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার এএইচএফ কাপের সেমিফাইনালে ওমানের কাছে ৫-৪ গোলে হেরেছে বাংলাদেশ। এতে ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে তারা।

লাল-সবুজ জার্সিধারীদের গ্রুপ পর্বের পারফরম্যান্স খুব বেশি সন্তোষজনক ছিল না। তারপরও সবগুলো ম্যাচ জিতে এশিয়া মহাদেশের দ্বিতীয় সর্বোচ্চ এই টুর্নামেন্টের সেমিতে উঠেছিল তারা। কিন্তু ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিজেদের দুর্বল রক্ষণ এবং প্রতিপক্ষের হাই-প্রেসিং ও দ্রুতগতির আক্রমণের সামনে পেরে ওঠেনি।

এএইচএফ কাপের আগের চারটি আসরে টানা চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার সেমির দ্বিতীয়ার্ধে ওমানের বিপক্ষে এক পর্যায়ে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু এরপর পাঁচ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে লড়াই থেকে ছিটকে যায় মামুনুর রশিদের শিষ্যরা।

এই হারের কারণে ১৯৮২ সাল থেকে চলতে থাকা এশিয়া কাপ হকিতে প্রথমবারের মতো অংশ নিতে পারবে না বাংলাদেশ। এই টুর্নামেন্টের আগের ১১টি আসরের প্রতিটিতে খেলেছিল তারা।

এএইচএফ কাপের আরেক সেমিফাইনালে কাজাখস্তানের বিপক্ষে ৭-১ ব্যবধানে জিতে শিরোপা নির্ধারণী লড়াইয়ে ওমানের প্রতিপক্ষ হয়েছে চাইনিজ তাইপে। পাশাপাশি এই দুটি দল জায়গা করে নিয়েছে এশিয়া কাপ হকিতে।