ভারতের আহমেদাবাদে বসছে ২০৩০ কমনওয়েলথ গেমস

By স্পোর্টস ডেস্ক
26 November 2025, 14:21 PM

২০৩০ সালের কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে ভারতের আহমেদাবাদ। বুধবার গ্লাসগোতে কমনওয়েলথ স্পোর্ট জেনারেল অ্যাসেম্বলির সভায় নির্বাহী বোর্ডের সুপারিশ অনুসারে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।

কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সভাপতি ড. পি টি উষা বলেন, 'কমনওয়েলথ স্পোর্ট যে আস্থা দেখিয়েছে, তাতে আমরা গভীরভাবে সম্মানিত। ২০৩০ সালের আসর কেবল কমনওয়েলথ আন্দোলনের ১০০ বছর পূর্তিই উদযাপন করবে না, বরং আগামী শতকের ভিত্তিও স্থাপন করবে। এই আয়োজনে পুরো কমনওয়েলথের ক্রীড়াবিদ, সংস্কৃতি ও সম্প্রদায় একত্রিত হবে বন্ধুত্ব ও অগ্রগতির চেতনায়।'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের প্রধান শহর আহমেদাবাদ ইতোমধ্যেই বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত। প্রায় ১ লাখ ৩০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়াম মোদির নামেই নামকরণ করা হয়েছে।

২০৩০ গেমসের আয়োজক হওয়ার পাশাপাশি ভারত আরও বড় স্বপ্ন দেখছে। গত বছর তারা আন্তর্জাতিক অলিম্পিক কমিটিতে ২০৩৬ সালের সামার অলিম্পিক আয়োজনের জন্য আনুষ্ঠানিক আগ্রহপত্র জমা দিয়েছে।

এর আগে কমনওয়েলথ গেমসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল ২০২৬ আসরের আয়োজক সংকট ঘিরে। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য ব্যয় সংকটের কারণে আয়োজন থেকে সরে দাঁড়ালে নতুন স্বাগতিক খুঁজে পেতে গেমস কর্তৃপক্ষকে বেশ কাঠখড় পোহাতে হয়। পরে স্কটল্যান্ডের গ্লাসগো এগিয়ে আসে এবং সংক্ষিপ্ত আকারে হলেও ২০২৬ সালের গেমস আয়োজন করবে। এর ফলে পর পর দুই আসরই অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যে। আগেরটি হয়েছিল বার্মিংহামে, ২০২২ সালে।

বহু আন্তর্জাতিক টুর্নামেন্ট, কনটিনেন্টাল গেমস এবং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বাড়ায় কমনওয়েলথ গেমসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠেছে বহুদিন ধরেই। তবে কমনওয়েলথ স্পোর্টের সভাপতি ড. ডোনাল্ড রুকারে জানান, 'ভারত আয়োজনের মাধ্যমে এই গেমসে নতুন গতি, তরুণ প্রজন্ম, সম্পৃক্ততা ও সাংস্কৃতিক সমৃদ্ধি যোগ করবে। ২০৩৪ ও তার পরবর্তী আসরের জন্যও ইতোমধ্যে একাধিক দেশ শক্ত আগ্রহ দেখিয়েছে। আমরা নতুন শতকে সুস্থ ও শক্তিশালীভাবে প্রবেশ করছি।'

উল্লেখ্য, ২০৩০ সালের আসরটি হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষ উদযাপন। প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালে, কানাডার হ্যামিল্টনে।